কলকাতা পুরনিগম ভোটের আগেই বামফ্রন্টে চিড় ধরল। পুরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে পালটা প্রার্থী দিয়েছে আরএসপি। ফলে যাদবপুরের বিধানসভা কেন্দ্রের মধ্যে এই এলাকায় এবার ভোটের ময়দানে নেমেছে দুই বাম শরিক দল।
এবারে পুরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের থেকে সিপিএম প্রার্থী করেছে দীপঙ্কর মণ্ডলকে। এর আগে এই আসনটি আরএসপির ভাগেই পড়ে। কিন্তু এবারে আর আরএসপিকে দেওয়া হয়নি। কিন্তু আরএসপির তরফে বিষয়টি মেনে নেওয়া হয়নি। ওই আসনে আরএসপির প্রার্থী করা হয়েছে অলোক চট্টোপাধ্যায়কে। দু'জনেই মনোনয়ন দাখিল করেছেন। কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। সিপিএমের দাবি, ওই এলাকায় সাংগঠনিকভাবে আরএসপির থেকেও সিপিএম ভালো জায়গায় রয়েছে। তাই সিপিএম ওই আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু আরএসপির তরফে জানানো হয়েছে, যেহেতু গত কয়েকটি নির্বাচনে ওই আসনে তাঁরা প্রার্থী দিয়ে এসেছে, তাই এবারে তারা ওই আসন থেকে লড়বে।
এই প্রসঙ্গে সিপিএমের অবশ্য যুক্তি, আরএসপি তাঁদের বিরুদ্ধে প্রার্থী দিলেও প্রচারে তেমন বেরোচ্ছে না। ফলে তেমন কোনও সমস্যা হবে না। তবে এই বিষয়ে আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য জানান, 'সিপিএম নিজেদের মতো প্রার্থী দিয়েছে। আমরা আমাদের মতো প্রার্থী দিয়েছি। প্রার্থী যখন দিয়েছি, তখন প্রচার তো হবেই।'
েই।'