বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh: সাধারণ সম্পাদক পদেও থাকব না, ইস্তফা গ্রহণ করুন… আর মুখপাত্র নন কুণাল, 'স্বর্গ-নরক সব দেখেছি'

Kunal Ghosh: সাধারণ সম্পাদক পদেও থাকব না, ইস্তফা গ্রহণ করুন… আর মুখপাত্র নন কুণাল, 'স্বর্গ-নরক সব দেখেছি'

কুণাল ঘোষ। ফাইল ছবি  (HT_PRINT)

সামনেই লোকসভা ভোট। তার আগে কুণাল ঘোষের হলটা কী? 

তৃণমূলে জোর ডামাডোল। সামনেই লোকসভা ভোট। তার আগে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে একেবারে নাম করে তোপ দাগছেন কুণাল ঘোষ। সেই সঙ্গেই বিধায়ক তাপস রায়ও সুর চড়াতে শুরু করেছেন। সব মিলিয়ে দলের মধ্য়ে অস্বস্তি একেবারে চরমে উঠেছে। এদিকে সূত্রের খবর, এসবের মধ্য়েই কুণাল ঘোষ দলের মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। আর দল সেই পদত্য়াগপত্র গ্রহণ করেছে বলে খবর।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন,

'আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম।

খবর পেয়েছি, শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে।

দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাটি গ্রহণ করা হোক। আমি ওই পদে থাকব না।

আমি শুধু কর্মী হিসেবে থাকব।'

 

কুণাল ঘোষ এবিপি আনন্দে জানিয়েছেন, আমার সমস্যা হচ্ছে। আমি সবিস্তারে বলতে চাই না। মুখপাত্রের পদ থেকে যে ইস্তফা দিয়েছিলাম সেটা গৃহীত হয়েছে বলে জেনেছি। রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও ইস্তফা দিয়েছি। সেটাও গৃহীত হোক এটাই চাই। আমি প্রতিষ্ঠিত নেতাও নই, পোড় খাওয়া নেতাও নই। …কুণাল ঘোষ অনুগত সৈনিক এটা দেখানোর জন্যই আমি দল করছি।

সেই সঙ্গেই মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গও তোলেন তিনি। কুণাল বলেন, মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু তিনি অন্য় দলে। তিনি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলেছিলাম। সেকারণে আমিও বলেছিলাম। …আমি জীবনে অনেক কিছু দেখেছি…আমি স্বর্গ নরক দেখেছি। সেই সঙ্গেই তিনি বলেন, শুভেন্দু আমার ব্যক্তিগত শত্রু নন আবার ব্যক্তিগত বন্ধুও নন।…সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি এই চেয়ারটাতে থাকতে চাই না। এমনকী তিনি জানিয়েছেন, কুণাল বিশ্বাসঘাতক নয়, এটা বোঝানোর জন্য দলটা করে যাচ্ছি।

কিন্তু এসব নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম?

এনিয়ে সংবাদমাধ্য়মের প্রশ্নের উত্তরে বিশেষ কিছু বলতে চাননি তিনি। ফিরহাদ অত্যন্ত দক্ষতার সঙ্গে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না। আমি বললে আবার বিস্ফোরণ হবে। কুণাল কী বলেছেন আমি কিছু শুনিনি। যদি কিছু শুনি তখনই বলতে পারব।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একেবারে পোড়খাওয়া রাজনৈতিক নেতাদের মতোই তিনি একথা জানিয়েছেন। কার্যত গোটা বিষয়টি নিয়ে আর তিনি এমন কোনও মন্তব্য করতে চাননি যাতে বিতর্কটা অন্যদিকে ঘুরে যেতে পারে।

 

বাংলার মুখ খবর

Latest News

২০২৪ অক্ষয় তৃতীয়ায় কলকাতায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন? তিথি জানুন পঞ্জিকামতে স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের, জমা পড়ল ভিডিয়ো সোম পর্যন্ত রোজ ৪০ বিমান বাতিল Air India Express-র, গণ ‘সিক লিভ’-এ ছাঁটাই ২৫ জন খাদ্য তালিকায় রাখুন আয়ুর্বেদিক ভেষজ, রক্ষা পাবেন হিট স্ট্রোক থেকে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, বায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল কোয়েলের কারণেই প্রথমবার প্রকাশ্য়ে নুরসত-পুত্র ইশানের মুখ! কার মত দেখতে হল খুদেকে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার! হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন তাসকিন-মেহেদিরা অক্ষয় তৃতীয়া ২০২৪ এর তিথি কখন থেকে শুরু? পুজোর শুভ মুহর্ত কতক্ষণ, রইল সময়কাল

Latest IPL News

স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি T20 WC 2024-র পাওয়ার প্লেতেও দেখা যাবে এমন ঝোড়ো ব্যাটিং! ট্র্যাভিসের হুঙ্কার MI, KKR, RCB, CSK সকলকে পিছনে ফেলল SRH! IPL-এ নতুন ইতিহাস লিখল কামিন্সের দল ভারতে বাড়ি বানাবেন?ওয়ার্নারের দাবি,ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে এদেশে এসে থাকবেন ব্যাটিং নিয়ে রোহিত ভাই আমাকে সাহায্য করেছে- এর ফলও পেয়েছেন, জানিয়ে দিলেন কুলদীপ কোহলি-রুতুরাজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্র্যাভিস হেড, কী অবস্থা বেগুনি টুপির আমার সাফল্যের কৃতিত্ব ট্র্যাভিস হেডকে দিতেই হবে- ম্যাচের পর স্পষ্ট দাবি অভিষেকের অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.