বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kurmi Agitation: কুড়মিদের রেল রোকো কর্মসূচি বেআইনি, বলল হাইকোর্ট, বাহিনী তৈরি রাখার নির্দেশ

Kurmi Agitation: কুড়মিদের রেল রোকো কর্মসূচি বেআইনি, বলল হাইকোর্ট, বাহিনী তৈরি রাখার নির্দেশ

ফাইল ছবি (PTI)

বুধবার থেকে ফের রেল রোকোর ডাক দিয়েছিল কুড়মি সংগঠনগুলি। সেই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। 

নিজেদের দাবি আদায়ের জন্য বুধবার থেকে কুড়মি সম্প্রদায়ের নেতারা যে রেল রোকোর ডাক দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি। মঙ্গলবার ওই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এমনকী অবরোধ হলে তা মোকাবিলা করার জন্য রাজ্যকে বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে আদালত।

নিজেদের দাবি-দাওয়া আদায়ে বুধবার থেকে পুরুল্যার কুস্তাউর স্টেশনে ফের অনির্দিষ্টকালের রেল অবরোধের ডাক দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের নেতারা। এই আন্দোলন জনস্বার্থ বিরোধী, এই দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, কুড়মি সংগঠনগুলি যে কর্মসূচির ডাক দিয়েছে তা বেআইনি। অনির্দিষ্টকাল সাধারণ মানুষের সমস্যা করে দিনের পর দিন এভাবে গণপরিবহণ আটকে রাখা যায় না। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী। আন্দোলনকারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে কথা বলতেই পারেন। কিন্তু এভাবে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলতে পারেন না। এই কর্মসূচি মোকাবিলায় রাজ্যকে আগে থেকে বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিচ্ছে আদালত।

হাইকোর্টের এই নির্দেশের পর কুড়মি আন্দোলনকারীদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বন্ধ করুন