মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি লক্ষ্মীরতন শুক্লা। তিনি আপাতত খোলাধুলোর স্বার্থে রাজনীতি থেকে সরে যেতে চান। মঙ্গলবার লক্ষ্মীরতনকে নিয়ে চাপানউতোরের মধ্যে এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে লক্ষ্মীরতনের মন্ত্রিত্ব ও হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় মমতাকে। তাঁর উত্তরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ পদত্যাগ করতেই পারে। তাতে কী যায় আসে। লক্ষ্মী ভাল ছেলে। লক্ষ্মী পদত্যাগ করেছে।’
এর পরই মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, ‘ও কিন্তু চিঠিতে মন্ত্রীত্ব থেকে পদত্যাগের কথা লেখেনি। চিঠিতে লিখেছে, খেলার প্রয়োজনে আমি সমস্তরকম রাজনীতি থেকে সরে যেতে চাই। আমাকে খেলাধুলোয় বেশি সময় দিতে হবে। বিধানসভার চলতি মরশুমে অর্থাৎ ভোটের আগে পর্যন্ত বিধায়ক হিসেবে আমি কাজ করে যেতে চাই। বাদবাকি অন্য জায়গা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক।’
রাজ্য বা দলের সঙ্গে লক্ষ্মীরতনের কোনও ভুল বোঝাবুঝি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্যপালের কাছে আমি জানিয়েছি যাতে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা গ্রহণ করা হোক। এবং আমি চাই ও ভাল করে খেলাধুলো করুক। আমাদের শুভেচ্ছা রইল। এখানে ভুল বোঝাবুঝির কোনও ব্যাপার নেই। এখানে নেগেটিভের কোনও ব্যাপার নেই। থিঙ্ক পজিটিভ।’