বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Medical College hunger strike: অনড় দু'পক্ষই, স্বাস্থ্যসচিবের সঙ্গে অধ্যক্ষের বৈঠকের পরও জট কাটল না মেডিক্যালে

Medical College hunger strike: অনড় দু'পক্ষই, স্বাস্থ্যসচিবের সঙ্গে অধ্যক্ষের বৈঠকের পরও জট কাটল না মেডিক্যালে

বৃহস্পতিবার পড়য়াদের সঙ্গে প্রতীকী অনশনে বসেন অভিভাবকরাও। (PTI)

বৃহস্পতিবার অনশনরত পডুয়াদের অভিভাবকরা অধ্যক্ষের সঙ্গে দেখা করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণার দাবি জানান। অধ্যক্ষ তাঁদের আশ্বাস দেন বিকাল পাঁচাটার মধ্যে এ নিয়ে সামধান সূত্র বার করার চেষ্টা করবেন। এর পর অধ্যক্ষ-উপাধ্যক্ষ স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে স্বাস্থ্যভবনে যান।

দু'পক্ষের অনড় অবস্থানের জন্য মেডিক্যালে ছাত্র নির্বাচন নিয়ে জট কাটল না। স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্বাস্থ্যভবন বেরিয়ে কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানান, ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার অনশনরত পডুয়াদের অভিভাবকরা অধ্যক্ষের সঙ্গে দেখা করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণার দাবি জানান। অধ্যক্ষ তাঁদের আশ্বাস দেন বিকাল পাঁচাটার মধ্যে এ নিয়ে সামধান সূত্র বার করার চেষ্টা করবেন। এর পর অধ্যক্ষ-উপাধ্যক্ষ স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে স্বাস্থ্যভবনে যান। সেখানে বেশ খানিক ক্ষণ আলোচনা হয় তাঁদের মধ্যে। পরে বেরিয়ে এসে অধ্যক্ষ বলেন, 'আগেই তো উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জানিয়ে দিয়েছিলেন অনশন তুলে নেওয়া হোক তারপর নির্বাচন হবে। ২২ তারিখ হবে না, পরে দিন ঠিক হবে। বিষয়টা আর কলেজ কাউন্সিলের হাতে নেই। আমরা চেষ্টা করছি আলোচনা চালিয়ে যেতে।'

বৃহস্পতিবার অনশনরত ছাত্রদের সমর্থনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেন পড়ুয়াদের অভিভাবকরা। টানা ১৬৮ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া। বর্তমানে ছ'জন পড়ুয়া অনশন চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যভবনের সাফ বার্তা, অনশনে তুলে আলোচনায় বসে ভোটের দিন ঠিক করতে হবে। অন্য দিকে অনড় পড়ুয়াদের দাবি ২২ তারিখ ভোট হোক। ফলে বৃহস্পতিবারও জটিলতা কাটল না মেডিক্যাল কলেজে।

বন্ধ করুন