বছরের শেষ দিন রাজ্যজুড়ে পোস্টার রহস্য। রহস্যময় পোস্টার পড়ল কলকাতাসহ রাজ্যের একাধিক প্রান্তে। পোস্টারে শুধু লেখা ‘বাংলায় বিকল্প রাজনীতি’। পোস্টার কে বা কারা মারল তা নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে ভেসে ওঠে একই শব্দবন্ধ। এর পর কিছুটা স্পষ্ট হয় ছবিটা।
রবিবার সকালে আলো ফুটলে কলকাতার সমস্ত ব্যস্ত মোড় ও সড়কে দেখা যায় ‘বাংলায় বিকল্প রাজনীতি’ লেখা পোস্টার। কলকাতার শ্যামবাজার, শিয়ালদা, মৌলালি, CIT রোড, হাজরা, ধর্মতলায় দেখা যায় পোস্টার। পোস্টার দেখা যায় কোচবিহারের মাথাভাঙাতেও। সমস্ত পোস্টারেই সবুজ হরফে লেখা ‘বাংলায়’ ও নীল হরফে লেখা ‘বিকল্প রাজনীতি’। এছাড়া পোস্টারে আর কোনও শব্দ লেখা নেই। ফলে কে বা কারা পোস্টার সাঁটিয়েছে তা প্রথমে অনুমান করা যায়নি। বেলা বাড়তে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী তাঁর ফেসবুক পেইজে একই শব্দবন্ধ। এর পর কাটে রহস্য।
কৌস্তভের এই বিকল্প রাজনীতির উদ্যোগকে যদিও গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় বিজেপিই বিকল্প রাজনীতি আনতে পারে। কৌস্তভ উচ্চ শিক্ষিত ছেলে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে ও বুঝতে পারবে বিজেপিই ভবিষ্যৎ।’
এব্যাপারে কৌস্তুভবাবু বলেন, ‘রাজ্যে বিরোধী পরিসরে একটি শূন্যতা তৈরি হয়েছে। কখনও কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করছে। কখনও সিপিএমের সঙ্গে। সিপিএম বাংলায় তৃণমূলের বিরোধিতা করছে। আবার ইন্ডিয়া জোটে তারা একই মঞ্চে বসছে।’