কলকাতাসহ রাজ্যের একাধিক প্রান্তে আজ ভোর থেকেই রহস্যজনক এক পোস্টারের দেখা মিলল। পোস্টারে শুধু লেখা ‘বাংলায় বিকল্প রাজনীতি’। পোস্টার কে বা কারা মারল তা নিয়ে জল্পনা রয়েছে। সমস্ত পোস্টারেই সবুজ হরফে লেখা ‘বাংলায়’ ও নীল হরফে লেখা ‘বিকল্প রাজনীতি’। এছাড়া পোস্টারে আর কোনও শব্দ লেখা নেই।