পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নী–জামাই ধৃত প্রসন্নকুমার রায়ের গাড়ি–ভাড়া সংস্থার এক কর্মচারীকে সিবিআই ডেকে পাঠাল। ওই কর্মীর নাম রোহিত শর্মা। তাঁকে বুধবার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সিবিআই জানতে পেরেছে, প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা–সহ শিক্ষা দফতরের একাধিক ব্যক্তি প্রসন্নর গাড়ি ব্যবহার করতেন। কটা গাড়ি চলত, কত টাকা আসত, কার কার কাছে গাড়ি যেত—এইসব তথ্য জানতে চান তদন্তকারীরা। তাই রোহিতকে তলব করা হয়েছে।
ঠিক কী চাইছে সিবিআই? সিবিআই সূত্রে খবর, এসএসসি দুর্নীতি কাণ্ডে উঠে আসে এই প্রসন্নকুমার রায়ের কথা। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’-তে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্নের ওই সংস্থা কী ভাবে শিক্ষা দফতরের সঙ্গে কাজ করত তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থার গাড়ি শিক্ষা দফতরে ব্যবহার করা হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সোমবারও রোহিতকে তলব করেছিল সিবিআই। কিন্তু উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ফের রোহিতকে তলব করা হয়েছে।
ঠিক কী অভিযোগ উঠেছে? প্রসন্নকুমারের বিরুদ্ধে অভিযোগ, এসএসসি–তে শিক্ষক নিয়োগে অযোগ্য প্রার্থীদের খুঁজে আনতেন তিনি। আবার বোর্ডের কর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন। তাঁকে জেরা করে সল্টলেকের যে সংস্থায় তিনি কাজ করতেন, সেখানে পৌঁছন তদন্তকারীরা। গত শুক্রবার গ্রেফতার করা হয় প্রসন্নকে। এখন তিনি সিবিআই হেফাজতে আছেন।
আর কী জানতে পেরেছে সিবিআই? সিবিআই সূত্রে খবর, শিক্ষা দফতরে প্রসন্নর গাড়ি চলত। নিউটাউনে প্রসন্নের বিলাসবহুল বাড়ির সন্ধান মিলেছে। নিউটাউনে প্রসন্ন রায়ের দুটি ভিলার হদিশ মিলেছে। দুটি ভিলার একেকটির মূল্য কোটি টাকা। গত ৫ বছর ধরে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে রয়েছেন তিনি। ছবির প্রযোজক হিসাবেও কাজ করেছেন। কাজের সময় ভেক ধরে থাকতেন প্রসন্ন ওরফে রাকেশ রায়। বাড়ি, জমি, ভেড়ি, হোটেল, রিসর্ট, চা–বাগান সবই আছে তাঁর।