বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পান্ডা কি তবে অন্য কেউ? কুন্তলের বাড়িতে ২০২২ TET-এর OMR শিট উদ্ধারে উঠছে প্রশ্ন

পান্ডা কি তবে অন্য কেউ? কুন্তলের বাড়িতে ২০২২ TET-এর OMR শিট উদ্ধারে উঠছে প্রশ্ন

সিজিও কমপ্লেক্স থেকে আদালতের পথে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

ইডির জেরায় কুন্তল জানিয়েছেন, RTI করে OMR শিট হাতে পেয়েছেন তিনি। কিন্তু তাঁর কেন এই OMR শিটগুলি প্রয়োজন হল তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কুন্তল। এমনকী RTI করার কোনও প্রমাণও দেখাতে পারেননি তিনি।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের লেকটাউনের ফ্ল্যাটে তল্লাশি উদ্ধার হয়েছে ১০০-র বেশি OMR শিট। রবিবারই সে খবর প্রকাশ্যে এসেছিল। তার মধ্যে গত ১১ ডিসেম্বরের টেটের OMR শিটও রয়েছে বলে জানা গিয়েছিল ইডি সূত্রে। সোমবার তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া OMR শিটের মধ্যে অন্তত ৩০টি গত ১১ ডিসেম্বরের টেটের। কুন্তলের দাবি, তথ্য জানার অধিকারে আবেদন করে এই OMR শিট হাতে পেয়েছেন তিনি। তবে তথ্য জানার অধিকারে তিনি যে আবেদন করেছিলেন তার কোনও প্রমাণ এখনো দেখাতে পারেননি কুন্তল।

ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তলের বাড়ি থেকে মোট ১৮৬টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। তার মধ্যে অন্তত ৩০টি OMR শিট গত ১১ ডিসেম্বরের টেটের। যাতে স্পষ্ট, একদিকে যখন নিয়োগ দুর্নীতির তদন্ত চলছিল তখন নতুন করে চাকরি বিক্রি করার পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছিলেন কুন্তল।

ইডির জেরায় কুন্তল জানিয়েছেন, RTI করে OMR শিট হাতে পেয়েছেন তিনি। কিন্তু তাঁর কেন এই OMR শিটগুলি প্রয়োজন হল তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কুন্তল। এমনকী RTI করার কোনও প্রমাণও দেখাতে পারেননি তিনি।

ইডির অনুমান, ২০২২-এর প্রাথমিক টেটেও কারচুপি করার পরিকল্পনা করেছিলেন কুন্তল। কিন্তু নিয়োগ দুর্নীতির মূল পান্ডাদের গ্রেফতারির পর কার সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছিলেন তিনি? প্রশ্ন উঠছে, তাহলে কি গোটা দুর্নীতির পান্ডা অন্য কেউ? যাকে এখনও গ্রেফতার করতে পারেনি ED বা সিবিআই। আর সে এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন