বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sarada scam: মায়ের সঙ্গে কী কথা হল? পার্থকে চিনতেন? ১০ বছর পরে বাড়িতে দেবযানী, জেলে ফেরার পথে দিলেন জবাব

Sarada scam: মায়ের সঙ্গে কী কথা হল? পার্থকে চিনতেন? ১০ বছর পরে বাড়িতে দেবযানী, জেলে ফেরার পথে দিলেন জবাব

সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্য়ায় বাড়িতে এসেছিলেন। 

Debjani Mukherjee: রবিবার দেবযানী যখন বাড়ি থেকে বের হন তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। চারপাশে প্রতিবেশীরাও ভিড় জমিয়েছেন। কৌতুহল অনেকের মধ্য়েই।

অসুস্থ শর্বরী মুখোপাধ্যায়। সারদা কাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা। ঢাকুরিয়ার বাড়িতে কিছুক্ষণের জন্য মায়ের কাছে যেতে চেয়েছিলেন তিনি। সেই মতো সাড়া দিয়েছিল আদালত। প্রায় ১ দশক পরে ঢাকুরিয়ার বাড়িতে ফিরলেন দেবযানী। সেটাও মাত্র ৬ ঘণ্টার জন্য। কিন্তু এতদিন পরে মায়ের পাশে বসলেন দেবযানী। সেই পুরানো বাড়ি, ঘর, বিছানা, খাট সবই আছে আগের মতো। তবে আগোছালো। শুধু এই বাড়ির মেয়েই এত বছর ধরে জেলে। মুক্তির অপেক্ষায় দিন কাটছে। সারদা কেলেঙ্কারির মতো ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু এত বছর পরে পাশাপাশি বসে ঠিক কী কথা হল মায়ের সঙ্গে?

সাংবাদিক: মা কেমন আছেন এখন?

দেবযানী: মোটামুটি। ভালো নেই।

কথা বললেন মায়ের সঙ্গে?

দেবযানী: হ্যাঁ

কী কথা হল?

দেবযানী: ওটা তো মায়ের সঙ্গেই কথা। সেটা কি পাবলিক করার কথা।

কী বললেন মাকে? ভালো থাকার জন্য় বললেন?

দেবযানী: এটা ছাড়া আমার আর কী বলার আছে।

এরপর আবার আসবেন? প্রশ্ন করেছিলেন সাংবাদিক।

দেবযানীর মুখ কিছুটা কঠিন হয়ে যায়। তিনি বলেন, বলতে পারছি না।

কীভাবে দিন কাটছে আপনার? কিছু বলেননি দেবযানী। নীরব ছিলেন।

আপনাকে কি কারোর নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে?

দেবযানী বলেন, মা অসুস্থ, দেখতে এসেছি। এই ধরনের প্রশ্ন করে বিব্রত করবেন না।

পার্থ চট্টোপাধ্য়ায়কে চিনতেন? প্রশ্ন করেন সাংবাদিক।

কোনও উত্তর দেননি দেবযানী।

কিছুটা হেঁটে প্রিজন ভ্য়ানে উঠে পড়েন তিনি। ফের জেলের দিকে রওনা। পেছনে পড়ে থাকল বাড়ি। অসুস্থ মা। বৃষ্টিভেজা কলকাতার রাজপথে সেই পুরানো জেলের ঠিকানায় চললেন দেবযানী। তবে এতসব কিছুর পরেও সারদাকাণ্ডে বঞ্চিতদের দাবি, আর কবে এই প্রতারণার শাস্তি মিলবে?

রবিবার দেবযানী যখন বাড়ি থেকে বের হন তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। চারপাশে প্রতিবেশীরাও ভিড় জমিয়েছেন। কৌতুহল অনেকের মধ্য়েই।

দুপুরে দমদম মহিলা সংশোধনাগার থেকে বের হয়েছিলেন দেবযানী। এরপর পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বাড়িতে ঢোকেন তিনি। মাত্র ৬ ঘণ্টার মধ্য়ে বেরিয়ে আসতে হবে তাঁকে। ঢাকুরিয়ার মুখার্জি পাড়ার লেন। সেই গলির তিনতলা বাড়িটাই দেবযানীদের। তবে এদিন বাড়ির ভেতরে সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। দেবযানী একান্তে মায়ের সঙ্গে কথা বলেন।

২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছিল দেবযানীকে। গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেনও। তারপর থেকেই টানা জেলবাস।

 

বন্ধ করুন