বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sonali Guha: মমতা তৃণমূলের দেবকী হলে আমি যশোদা: সোনালী গুহ

Sonali Guha: মমতা তৃণমূলের দেবকী হলে আমি যশোদা: সোনালী গুহ

সোনালী গুহ

সোনালীদেবী বলেন, ‘আমরা তৃণমূলের গোড়াপত্তন করেছি। মমতা দির ধারণা অনুসারে, উনি যদি তৃণমূলের দেবকী হন আমি কিন্তু যশোদা’।

নিজেকে তৃণমূলের ‘যশোদা’ বলে দাবি করলেন বিজেপিতে সক্রিয় হওয়ার চেষ্টায় থাকা সোনালী গুহ। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।

এদিন সোনালীদেবী বলেন, ‘আমরা তৃণমূলের গোড়াপত্তন করেছি। মমতা দির ধারণা অনুসারে, উনি যদি তৃণমূলের দেবকী হন আমি কিন্তু যশোদা’।

সোনালী গুহ দাবি করেন, যারা তৃণমূল ছেড়েছেন তাদের মধ্যে যাদের টাকা রয়েছে তাদেরই বেছে বেছে দলে ফেরানো হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২ বছর অতিক্রান্ত হয়ে গেল। আমার পরে মুকুল রায়, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত একে একে তৃণমূলে ফিরলেন। তার মানে যাদের টাকা আছে শুধু তাদেরই নেওয়া হবে।’

বলে রাখি, বিধানসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সোনালী গুহ বিধানসভা নির্বাচনের পর প্রায় ২ বছরের অজ্ঞাতবাসের পর গত সপ্তাহে হঠাৎ রাজনৈতিক বৃত্তে সক্রিয় হতে দেখা যা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শনিবার হাজরা মোড়ে DA আন্দোলনকারীদের অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় তাঁকে। সোনালী গুহ জানান, তিনি বিজেপিতেই আছেন। বিজেপি তাঁকে দায়িত্ব দিলে তিনি পালন করবেন। এরই মধ্যে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, কংগ্রেসে যোগদান করবেন বলে কথা পাকা করে ফেলেছিলেন সোনালী দেবী। কিন্তু অধীর চৌধুরী কলকাতায় না থাকায় আনুষ্ঠানিক যোগদান বাকি ছিল। তারই মধ্যে বিজেপিতে যোগদান করে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

 

বন্ধ করুন