আজ ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ। পয়েন্ট তালিকায় দুই দলেরই অবস্থা খুব খারাপ। তবে এই ম্যাচ নিয়ে শহরবাসীর মধ্যে যথেষ্ঠ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। গতকাল ইডেনে দুই দলের অনুশীলন দেখতেও হাজির হয়েছিলেন বহু দর্শক। এই আবহে ম্যাচ দেখতে অনেক দর্শকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। আর তাই দর্শকদের সুবিধার্থে অতিরিক্ত গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। (আরও পড়ুন: শীঘ্রই বদলাবে আবহাওয়া, লাগাতার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়)
রিপোর্ট অনুযায়ী, আজকে রেলের তরফে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মেট্রোও চলবে রাত পর্যন্ত। ম্যাচ দেখে দর্শকদের যাতে বাড়ি ফিরতে সমস্যা না হয়, তার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে বারুইপুর এবং বারাসাতগামী চক্ররেল চলবে আজ রাতে। জানা গিয়েছে, আজ রাতে ১০টা ৫৫ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে বারাসতগামী চক্ররেল। সেটি রাত ১২টা ২৫ মিনিটে গিয়ে বারাসতে পৌঁছবে। যাত্রাপথে সব স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। এদিকে রাত ১০টা ৪৫ মিনিটে বিবাদী বাগ থেকে একটি ট্রেন ছাড়বে বারুইপুরের জন্য। সেটি রাত ১২টা ১৫ মিনিটে গিয়ে পৌঁছবে গন্তব্যে। এই ট্রেনটিও যাত্রাপথে সব স্টেশনেই দাঁড়াবে। এদিকে হাওড়া থেকে আজ তারকেশ্বরগামী শেষ লোকাল ট্রেনটি নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে ছাড়বে। অর্থাৎ, রোজ যে ট্রেনটা ১১টা ৫ মিনিটে ছাড়ে, সেটি আজ রাতে ছাড়বে ১১টা ১৫ মিনিটে।
এদিকে আজকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বিশেষ মেট্রো ছাড়বে ম্যাচের পরে। জানা গিয়েছে, রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ আজকে এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো ছাড়বে কবি সুভাষের দিকে। অপরদিকে একই সময়ে দক্ষিণেশ্বরের দিকেও একটি মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড থেকে। ১১টা ২০ মিনিট নাগাদ ট্রেনগুলি নিজেদের গন্তব্যে গিয়ে পৌঁছবে।
এদিকে ম্যাচের জন্য বেশ রাত পর্যন্ত রাস্তায় থাকবে সরকারি বাসও। রিপোর্ট অনুযয়ী, ম্যাচের পরে এসপ্ল্যানেড থেকে একাধিক জায়গার বাস ছাড়বে। ঠাকুরপুকুর, নিউ টাউন, টালিগঞ্জ, বালিগঞ্জ, গড়িয়া, ডানলপ, বিমানবন্দ, বারাসত, হাওড়া সহ মোট ২১টি রুটো বাস ছাড়বে ধর্মতলা থেকে। এছাড়াও বেসরকারি বাস এবং ট্যাক্সি পরিষেবা সচল রাখার উদ্যোগও নেওয়া হয়েছে সরকারের তরফে। এর জন্য পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।