বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আদিবাসী মহিলা বিধায়ককে কুকথা বলেছেন শুভেন্দু, ভিডিয়ো টুইট করে আক্রমণ তৃণমূলের

আদিবাসী মহিলা বিধায়ককে কুকথা বলেছেন শুভেন্দু, ভিডিয়ো টুইট করে আক্রমণ তৃণমূলের

শুভেন্দু অধিকারী (PTI)

ভিডিয়ো টুইট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, মহিলাদের এবং তপশিলি উপজাতিভুক্ত মানুষকে অপমান করাই শুভেন্দু অধিকারীর চরিত্র। তিনি ভূমিকন্যা তথা আদিবাসী বিধায়কের উদ্দেশে নিকৃষ্টতম শব্দ ব্যবহার করেছেন।

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুমন্তব্য বিতর্কের মধ্যেই ভিডিয়ো টুইট করে পালটা আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল। তাদের দাবি, আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদাকে অসাংবিধানিক ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দুবাবু। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে অখিলবাবুর মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনার পর এই বিষয়ের অবতারণা করেন মুখ্যমন্ত্রীও।

ভিডিয়ো টুইট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, মহিলাদের এবং তপশিলি উপজাতিভুক্ত মানুষকে অপমান করাই শুভেন্দু অধিকারীর চরিত্র। তিনি ভূমিকন্যা তথা আদিবাসী বিধায়কের উদ্দেশে নিকৃষ্টতম শব্দ ব্যবহার করেছেন।

ভিডিয়োতে শুভেন্দুবাবুকে বলতে শোনা যাচ্ছে, ‘এগুলো শিশু। দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদা, যেগুলো বসে আছে। এগুলো তো শিশু। আমার জুতার তলায় থাকত’।

এই নিয়ে সন্ধ্যায় রাজভবনের সামনে সাংবাদিকরা প্রতিক্রিয়া চাইলে প্রশ্ন এড়িয়ে যান শুভেন্দুবাবু।

 

বন্ধ করুন
Live Score