বারাকপুরের টিটাগড়ে একটি খুনের ঘটনায় পুলিশ কমিশনারকে এজলাসে দাঁড় করিয়ে তুমুল তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। গোবিন্দ যাদব নামে ওই ব্যক্তিকে গত বছর জুন মাসে ছাদ থেকে ঠেলে ফেলে ও পরে পিটিয়ে মারা হয়। সেই ঘটনায় খুনের ধারা যুক্ত না করায় পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, আপনার নাম তো পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত।
অভিযোগ ছিল, বাড়ি ভাড়া চাইতে গেলে প্রথমে গোবিন্দ যাদব নামে ওই ব্যক্তিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় ভাড়াটেরা। এর পর তাঁকে পিটিয়ে মারা হয়। তদন্তে নেমে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা না দিয়ে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ। এর পর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। সেই মামলার শুনানিতে বুধবার বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও মামলার তদন্তকারী আধিকারিককে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দেবাংশু বসাক।
বুধবার আদালতের নির্দেশে সশরীরে হাজিরা দেন ২ জনেই। এজলাসে বিচারপতি বসাকের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি প্রশ্ন করেন, ‘একটা লোককে ছাদ থেকে ফেলে দেওয়া হল। তার পর তাকে এমন পেটানো হল যে লোকটা মরেই গেল। আপনি সেখানে খুনের ধারা যোগ করার মতো কিছু খুঁজে পেলেন না? আপনার নাম তো পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। আপনারা রাজ্যের গর্ব। এই ঘটনা প্রমাণ করছে রাজ্যের আইনশৃঙ্খলার কী অবস্থা’।
তুমুল তিরস্কারের মুখে রাজ্যের তরফে বলা হয়, এই ঘটনায় খুনের ধারা যোগ করার জন্য নিম্ন আদালতে আবেদন করা হচ্ছে। একথা শুনে রীতিমতো মেজাজ হারান বিচারপতি। এক ধমক লাগিয়ে বলেন, আর একটা কথা বললে কাল আদালতে ডিজিতে তলব করব। এর পর বিচারপতি বলেন, এই মামলা সিবিআইকে দিয়ে সঠিক তদন্ত করানোর প্রয়োজন বলে মনে করছি আমি।