কলকাতার মানিকতলায় রাতে ডিজে বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে মানিকতলা থানার পুলিশ। আক্রান্তদের অভিযোগ, যারা মার খেয়েছে তাদেরই গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মানিকতলার তেলেঙ্গাবাগানে ব্রহ্মা, শীতলা ও কালী পুজো উপলক্ষ্যে বসেছিল ডিজেনৃত্যের আসর। অভিযোগ, রাত ১১টার পরও সেখানে তারস্বরে বাজছিল সাউন্ড সিস্টেম। এতেই আপত্তি তোলে তৃণমূলের অপর গোষ্ঠী। তাতে লাউড স্পিকার বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি এক পক্ষের। অভিযোগ, এর পর তৃণমূল নেতা বান্টি পালের নেতৃত্বে একদল গুন্ডা এসে অপর গোষ্ঠীর সদস্যদের মারধর করে।
এর পর মানিকতলা থানায় অভিযোগ জানাতে যান আক্রান্তরা। অভিযোগ, অভিযোগ গ্রহণের বদলে তাদেরই গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।
ঘটনায় স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে মদ বিক্রি করে সেও এখন তৃণমূল। এই জন্যই কাউন্সিলর গুলি খাচ্ছে।