আজ ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের মেগা ইভিন্ট ‘শহিদ দিবস’। তার জেরে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং কোচবিহার থেকে কাকদ্বীপ—আজ, শুক্রবার বাংলার সব রাস্তা এসে মিশেছে মধ্য কলকাতার ধর্মতলায়। শুক্রবার যখন ধর্মতলা সভাস্থল মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ তখন বিজেপির প্ল্যান–বি ফাঁস করে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আশু করণীয় কাজ ঠিক কী? তাও জানিয়ে দিলেন আপামর বঙ্গবাসীকে।
আজকের সভাস্থল থেকে নানা বিষয়ে বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যে বিজেপির প্ল্যান–বি জনতার সামনে ফাঁস করে দিলেন তিনি। বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাত্র–যুবদের বলছি, বিজেপি সাজানো ঘটনা দিয়ে অশান্তি করবে। ভুয়ো ভিডিয়ো বানিয়ে অশান্তি সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম বলেছেন। এতেই বোঝা যাচ্ছে, প্রি–প্ল্যানিং করা। মোদীজি আপনারা মানুষের হত্য়ার জুলুম করেন। মনে রাখবেন, মণিপুর আমরা ছাড়ব না। বাংলায় আপনি ১৫৪ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন। কাক চিৎকার করলেও কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছেন। আমাদের কর্মীদের গ্রেফতার করেছেন। বিজেপি নেতারা বলেন, বাংলায় কীভাবে রাষ্ট্রপতির শাসন জারি করা যায়, তার পরিকল্পনা করা হচ্ছে। মোদীজি, কিছু তো লজ্জা পান।’
দু’দিন আগেই মণিপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দু’জন মহিলারে গণধর্ষণ করে রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গোটা দেশে এই ঘটনা নিয়ে আগুন জ্বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘বিজেপির প্ল্যান–বি হল, পুলওয়ামার মতো ফেক ভিডিয়ো বানাবে বিজেপি। প্রধানমন্ত্রীর কথায় এটা পরিষ্কার। প্রধানমন্ত্রী আপনি চান দেশ ভাঙতে, হিন্দু–মুসলমান দাঙ্গা পাকাতে, কামতাপুরী–রাজবংশী দাঙ্গা করতে, দার্জিলিং ভাঙতে, উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গ ভাঙতে চান। কখনও ভেবেছেন পেট্রোলের দাম কত? টমেটো কিনতেই ১২০ টাকা খরচ হয়। কৃষকরা সার পাচ্ছে না। নির্বাচন আসলে আপনারা জুমলা করবেন। একে ১৫ লাখ, ওকে ৪০ লাখ দেওয়ার কথা বলবেন। এবার ঘরে ঘরে একটাই ডাক উঠবে—মোদী যাক, মোদী যাক।’
আরও পড়ুন: মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, কত টাকা ঋণ দেবে সরকার?
আর কী বললেন মুখ্যমন্ত্রী? মণিপুরের ঘটনায় বিজেপি সরকারকে গদিচ্যুত করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপিকে গদিচ্যুত করবে মহিলারাই। আপনাদের বলে রাখি, এই মহিলারাই আপনাদের উৎখাত করবেন। মহিলার কালী, দুর্গার রূপ। সকল মা–বোনেদের প্রতি শ্রদ্ধা জানাই। মুখ্যমন্ত্রীদের নিয়ে দল গঠন করে মনিপুর যাব। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা হয়েছে। ২১ জুলাই হয়ে গেল। কাল থেকেই ইডি–সিবিআই অভিযান শুরু হয়ে যাবে। আমরা এটা জেনেই লড়াইয়ে নেমেছি। তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই। ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। এই সরকার আসলে গণতন্ত্র থাকবে না। আমরা কুর্সি চাই না, শান্তি চাই।’