বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‌Mamata Banerjee: বিদ্যুৎ উৎপাদনে রাজ্যকে সেরার শিরোপা দিল কেন্দ্র, টুইট করলেন মুখ্যমন্ত্রী

‌Mamata Banerjee: বিদ্যুৎ উৎপাদনে রাজ্যকে সেরার শিরোপা দিল কেন্দ্র, টুইট করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি থেকে এই স্বীকৃতি মিলেছে। সকলের মধ্যে সেরার তকমা পেয়ে এগিয়ে বাংলা। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সেরার শিরোপা পেল। সেরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।

আবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরার স্বীকৃতি পেল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে ২০২২–২৩ অর্থবর্ষে দেশের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে বেস্ট পারফর্মিং বা সেরা কাজের সংস্থার স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি থেকে এই স্বীকৃতি মিলেছে। আর সকলের মধ্যে সেরার তকমা পেয়ে এগিয়ে বাংলা। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সেরার শিরোপা পেল। সেরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।

এদিকে বিদ্যুৎ মন্ত্রকের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রত্যেক বছর এই তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম ৫টি জায়গার মধ্যে রাজ্যের ৩টি বিদ্যুৎকেন্দ্র জায়গা পেয়েছে। বাংলার এই জয় দেখে সংস্থাকে কৃতিত্ব দিয়ে টুইট করে অভিনন্দনবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্রেশ্বরের পাশাপাশি সেরার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির তালিকায় সাঁওতালডিহি এবং সাগরদিঘি। টুইটারে বাংলার এই সেরার শিরোপার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, এটি রাজ্যের জন্য এক বিরাট গর্বের বিষয়।

অন্যদিকে সারা দেশের ২০৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ডব্লিউবিপিডিসিএলের বক্রেশ্বর বিদ্যুৎকেন্দ্র প্রথম। দ্বিতীয় স্থানে সাঁওতালডিহি। আর দেশের পঞ্চম স্থানে রয়েছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলার দুই তাপবিদ্যুৎ কেন্দ্রের পর এনটিপিসির কোরবার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে এনটিপিসির বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। উল্লেখযোগ্য বিষয় হল, এনটিপিসি বা ডিভিসি’‌র মতো সরকারি এবং আদানি বা টাটা পাওয়ারের মতো বেসরকারি সংস্থাকেও পিছনে ফেলে দিয়ে অনেকটাই এগিয়ে বাংলা।

আর কী জানা যাচ্ছে?‌ ডব্লিউবিপিডিসিএল গত দু’‌বছরে ৩১.৮৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। যা প্রায় ৩৫ শতাংশ বেশি। তার জেরে লাভও বেড়েছে সংস্থার। প্রায় তিন গুণ মুনাফা বেড়েছে এই সংস্থার। ডব্লিউবিপিডিসিএল সংস্থার সমস্ত কর্মীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‌ডব্লিউবিপিডিসিএল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক নয়া মাইলফলক তৈরি করেছে। যা রাজ্যের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.