খুলবে খুলবে করে কিছুতেই খুলছে না স্কুল। স্কুল খোলার বিষয়টি আদালত পর্যন্তও গিয়েছে। স্কুলের দরজা খোলার দাবিতে রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন একেবারে দল বেঁধে রাস্তায় নামছে রোজ। এদিকে কবে স্কুল খুলবে তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। তবে এবার কোভিড বিধি মেনে স্কুল খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল অ্য়াকাডেমি অফ পেডিয়াট্রিক্স। রাজ্যের শিশু চিকিৎসকদের নিয়ে গবেষণামূলক এই প্রতিষ্ঠান আর্জি জানিয়েছে স্কুল খোলার। তবে এর সঙ্গেই কোভিড বিধি যাতে মেনে চলা হয় সেব্যাপারেও আবেদন জানানো হয়েছে।
এদিকে কেন বর্তমান পরিস্থিতিতে স্কুল খোলা জরুরী তা নিয়েও মতামত দিয়েছেন শিশু চিকিৎসকদের ওই প্রতিষ্ঠান। তাঁদের দাবি, দীর্ঘদিন স্কুলের দরজা বন্ধ থাকায় শিশু মনে কুপ্রভাব পড়ছে। শিশু মনের বিকাশ থমকে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন মেলামেশা না করায় শিশু মনে নানা নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এমনকী এর জেরে শিশুদের আচরণেও পরিবর্তন হচ্ছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি শিশুদের উপর কোভিডের প্রভাব কতটা পড়ছে তা নিয়েও উল্লেখ করা হয়েছে চিঠিতে। তাদের মতে কোভিডে আক্রান্ত হয়ে শিশুদের উল্লেখযোগ্যভাবে হাসপাতালে ভর্তি হওয়ার পরিসংখ্যান নেই। মাত্র ২.৫ থেকে ৩ শতাংশকে হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে চিকিৎসকদের মতে, যে শিশুদের মধ্যে ঝুঁকির সম্ভাবনা রয়েছে তাদের চিকিৎসকদের অনুমতি নিয়েই স্কুলে যাওয়া ভালো। আর স্কুল খুললে আক্রান্তের সম্ভাবনা বাড়বে এমনটা হবে না বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।