করোনাভাইরাস সংক্রমণের জেরে হোলি উৎসবে বিদেশি ভক্তদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করল বৃন্দাবনের ইসকন মন্দির।
মারণভাইরাস আতঙ্ক ছড়িয়েছে কৃষ্ণানুরাগীদের হৃদয়েও। তার জেরে আগামী দুই মাস বিদেশি ভক্তদের মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এ বছর রং খেলা নিয়ে ভক্তদের মাতামাতিও বর্জন করার নির্দেশ দিয়েছে ইসকন। হোলি থেকে বাদ পড়েছে চিন থেকে আমদানি করা রং এবং পিচকিরিও।
বৃন্দাবন ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রবি লোচন দাস জানিয়েছেন, ‘প্রতি বছর দোল উপলক্ষে বিদেশি ভক্তদের ঢল নামে মন্দিরে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের জেরে পরবর্তী দুই মাস বিদেশি ভক্তদের আগমনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
রবি লোচন দাস আরও জানিয়েছেন, ‘সাধারণত প্রথাগত ভাবে আমরা হোলি উদযাপন করি না। জনতার প্রবেশ রুখতে ওই সময় মন্দিরের প্রধান দরজাও বন্ধ থাকে। কিন্তু এ বছর চিন থেকে আমদানি করা রঙের ভয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পিচকিরিও চিন থেকেই আনার কথা হয়েছিল। এই কারণে এবার উৎসব নিয়ে কোনও বাড়াবাড়ি করা হচ্ছে না।’
এর পাশাপাশি, বিদেশ থেকে এর আগে আসা ভক্তদের করোনাভাইরাস সংক্রমণজনিত পরীক্ষা করা হবে বলেও তিনি জানিয়েছেন।