বাংলা নিউজ > হাতে গরম > কাশ্মীরের গ্রামে তীব্র সংঘর্ষ, বাহিনীর গুলিতে খতম জোড়া জঙ্গি

কাশ্মীরের গ্রামে তীব্র সংঘর্ষ, বাহিনীর গুলিতে খতম জোড়া জঙ্গি

সাইমোহ গ্রামে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই সন্ত্রাসবাদী মারা গিয়েছে।

পুলওয়ামা জেলার ত্রাল সেক্টরে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল সেক্টরে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী। এ নিয়ে ওই এলাকায় পর পর তিন দিন তিনটি সংঘর্ষের খবর পাওয়া গেল।

জানা গিয়েছে, এ দিন জেলার অবন্তীপুরা এলাকার সাইমোহ গ্রামে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ওই দুই সন্ত্রাসবাদী মারা যায়। জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। 

সোমবার নিয়ন্ত্রণরেখা বরাবর রজৌরি জেলার নওশেরা সেক্টরে সেনার সঙ্গে সংঘর্ষ বাধে সশস্ত্র জঙ্গিদের। সংঘর্ষে তিন সন্ত্রাসবাদী খতম হয়েছে। 

ওই দিনই সীমান্ত পেরিয়ে কল্লাল গ্রামে ঢোকার চেষ্টা করে একদল জঙ্গি। কিন্তু আগাম খবর পেয়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। তার জেরে দুই পক্ষের গুলির লড়াই বাধে। ঘটনায় তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। 

 

বন্ধ করুন