আগামী সোমবার (২১ মে) থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট বা CUET পরীক্ষা শুরু হবে। তবে তার আগে পরীক্ষার সূচি সামান্য হেরফের করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কী জানাল পরীক্ষার আয়োজক সংস্থা, তা দেখে নিন -
1/6কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট বা CUET পরীক্ষার সূচির সামান্য হেরফের করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রাথমিকভাবে যে পরীক্ষা আগামী ৩১ মে পর্যন্ত হওয়ার কথা ছিল, নয়া সূচি অনুযায়ী সেই পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুন। পরীক্ষার আয়োজক এনটিএয়ের দাবি, একাধিক শহরে পরীক্ষার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। তাই আরও বেশিদিন স্নাতক স্তরে অ্যাডমিশন টেস্ট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6সোমবার (২১) থেকে CUET-র দ্বিতীয় সংস্করণের পরীক্ষা শুরু হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে সেই সূচির সামান্য হেরফের করা হয়েছে। এনটিএয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটি শহরে নথিভুক্ত প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। (সেই পরিস্থিতিতে) ২০২৩ সালের CUET পরীক্ষা ১ জুন, ২ জুন, ৫ জুন এবং ৬ জুনও হবে। সেইসঙ্গে অতিরিক্ত দিন হিসেবে ৭ জুন এবং ৮ জুন রাখা হয়েছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6এমনিতে ২৫ মে, ২৬ মে, ২৭ মে এবং ২৮ মে যে যে পরীক্ষা আছে, সেগুলির ইতিমধ্যে 'সিটি ইনটিমেশন স্লিপ' প্রকাশ করেছে এনটিএ। তার আগেই ২১ মে, ২২ মে, ২৩ মে এবং ২৪ মে পরীক্ষার 'সিটি ইনটিমেশন স্লিপ' প্রকাশ করেছে আয়োজক সংস্থা এনটিএ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, মেধাতালিকা তৈরি করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। CUET-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের কাউন্সেলিংয়ের তালিকা তৈরি করবে। সেইসঙ্গে এনটিএয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে ভরতির আবেদন করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রার্থীর নম্বর (CUET UG-তে প্রাপ্ত নম্বর) জানিয়ে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, মেধাতালিকা তৈরি করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। CUET-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের কাউন্সেলিংয়ের তালিকা তৈরি করবে। সেইসঙ্গে এনটিএয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে ভরতির আবেদন করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রার্থীর নম্বর (CUET UG-তে প্রাপ্ত নম্বর) জানিয়ে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6উল্লেখ্য, গত বছর CUET পরীক্ষার সময় বিভিন্ন গোলযোগ হয়েছিল। তার জেরে একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)