ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা ইউজিসি নেট পরীক্ষার দ্বিতীয় দফার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - ugcnet.nta.nic.in -এ গিয়ে পরীক্ষার জন্য নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ৬, ৭ এবং ৮ তারিখ অনুষ্ঠিত হয়েছে ইউজিসি নেট-এর পরীক্ষার প্রথম দফার পরীক্ষা। এবার দ্বিতীয় দফায় হবে আরও বেশ কিছু বিষয়ের পরীক্ষা। সেই পরীক্ষারই হল টিকিট প্রকাশিত হয়েছে। UGC NET-এর অ্যাডমিট কার্ড সরাসরি ডাউনলোড করুন এখানে ক্লিক করে। (আরও পড়ুন: বছর বছর ১৭% করে বাড়বে ব্যাঙ্ক কর্মীদের, তবে সপ্তাহিক ছুটি বৃদ্ধির কী হবে?)
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? প্রথমে UGC NET-এর অফিসিয়াল ওয়েবসাইট - ugcnet.nta.ac.in -এ যান। সেখানে হোমপেজে 'UGC NET Dec 2023 অ্যাডমিট কার্ড' লিঙ্কে ক্লিক করুন। আপনার আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন। প্রবেশপত্র চেক করুন এবং ডাউনলোড করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি প্রিন্ট করে রাখুন।
আরও পড়ুন: বন্ধ থাকা আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন চালুর ঘোষণা মমতার, চাকরি পাবেন অনেক শিক্ষক
রুটিন অনুযায়ী, ডিসেম্বেরর ৬ থেকে শুরু হওয়া নেট পরীক্ষা চলবে ২২ তারিখ পর্যন্ত। এই সমস্ত পরীক্ষাই লিখিত নেওয়া হবে। প্রথম শিফটের সময় সকাল নটা থেকে ১২ টা। দ্বিতীয় শিফট দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে। ইতিমধ্যে নেটের ইংরেজি ও ইতিহাস পরীক্ষা হয়েছে ৬ ডিসেম্বর। দু'টি শিফটে পরীক্ষাটি হয়। কমার্সের পরীক্ষা ৭ ডিসেম্বর প্রথম শিফটে হয়ে গিয়েছে। একই দিন দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশনের পরীক্ষাটি হয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও দর্শনের পরীক্ষা ৮ ডিসেম্বর দুই শিফটে নেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফায় শুরু হতে চলা পরীক্ষাগুলির অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল ওয়েবসাইটে।
আগামী ১১ ডিসেম্বর প্রথম শিফটে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ও দ্বিতীয় শিফটে হিন্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভূগোল, সমাজবিজ্ঞান ও মাস কমিউনিকেশনের পরীক্ষা ১২ তারিখ। সমস্ত পরীক্ষার বিস্তারিত তারিখ পাওয়া যাবে ugcnet.nta.ac.in ওয়েবসাইটে। পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী বছরের ১০ জানুয়ারি। অতিরিক্ত তথ্যের জন্য পরীক্ষক সংস্থার তরফে ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এছাড়াও, ugcnet@nta.ac.in-এ মেল করা যাবে।