বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা বাড়ানো হল। প্রাথমিকভাবে ৫৫৫ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুক্রবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ২০ টি বাড়তি শূন্যপদ যোগ করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে শূন্যপদের সংখ্যা দাঁড়াল ৫৭৫ টি।
এমনিতে গত ৩০ সেপ্টেম্বর থেকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধন করতে পারবেন। স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
কীভাবে বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের জন্য আবেদন করবেন?
১) বিহার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট bpsc.bih.nic.in-তে যান।
২) বাঁ-দিকে Apply Online-এ ক্লিক করুন।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। তাতে B.P.S.C. Online Application লিঙ্কে ক্লিক করুন।
৪) একটি নয়া পেজ খোলার অপশন আসবে। তাতে OK করুন।
৫) সেখানে Apply Online-এ ক্লিক করুন। একটি নয়া পেজ খুলে যাবে।
৬) আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৭) আবেদন ফি জমা দিন।
৮) সাবমিট করুন।
৯) আবেদনপত্র ডাউনলোড করুন। ভবিষ্যতের জন্য প্রিন্ট-আউট করে রেখে দিন।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের ডিরেক্ট লিঙ্ক - https://onlinebpsc.bihar.gov.in/admissionProcess/ApplicantRegistrationForm/ApplicantRegistrationForm?recordid=145