বাংলা নিউজ > কর্মখালি > HS 2024 Statistics Question Review: কেমন হল উচ্চমাধ্যমিকের স্ট্যাটিসটিকসের প্রশ্ন? কী বলছেন শিক্ষক

HS 2024 Statistics Question Review: কেমন হল উচ্চমাধ্যমিকের স্ট্যাটিসটিকসের প্রশ্ন? কী বলছেন শিক্ষক

কেমন হল উচ্চমাধ্যমিকের স্ট্যাটিসটিকস পরীক্ষার প্রশ্নপত্র? প্রতীকী ছবি।  (ANI_Abdul Sajid)

HS 2024 Statistics Question Review: আজ উচ্চমাধ্যমিকের শেষ দিন। আজ স্ট্যাটিসটিকস পরীক্ষা হল। শেষ দিনে স্ট্যাটিসটিকস পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল, কোনও প্রশ্ন জটিল হল কি না, তা জানালেন শিক্ষক।

শেষ এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে ছিল স্ট্যাটিসটিকস বা সংখ্যাতত্ত্ব পরীক্ষা। এই পরীক্ষা থেকে অনেক পড়ুয়াই আশা রাখে ভালো নম্বর তোলার। সেই আশা এবার কতটা পূরণ হতে পারে? কী বলছেন শিক্ষক? জেনে নেওয়া যাক।

স্ট্যাটিসটিক্স পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল? শিক্ষকের রিভিউ

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার স্ট্যাটিসটিকসের প্রশ্নপত্র কেমন হয়েছে, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সংখ্যাতত্ত্বের শিক্ষক এবং হিন্দুস্কুলের প্রাক্তন মাস্টারমশাই গৌতম সিনহার কাছে। তিনি বলেন, বেশ কয়েক বছর পরে এবার সঠিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছে। তাঁর বক্তব্য, ‘স্ট্র্যান্ডার্ড প্রশ্ন বলতে আমরা কী বুঝি? এমন প্রশ্নপত্র, যা থেকে ৮০ শতাংশ প্রশ্নের উত্তর সাধারণ মানের পড়ুয়ারাও দিতে পারবে। আর এর উপর আরও ১০ শতাংশ পারবে এমন পড়ুয়ারা, যারা খুঁটিয়ে পড়াশোনা করেছে। আর এর বাইরে আরও ১০ শতাংশ শুধুমাত্র তেমন পড়ুয়াদের জন্যই রাখা, যারা ব্যতিক্রমী অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে দারুণ। এবারের প্রশ্নপত্র ঠিক এমনই।’

গৌতমবাবুর কথায়, ‘এবারের প্রশ্নপত্রের প্রতিটি বিভাগে এমন একটি-দু’টি করে প্রশ্ন রয়েছে, যা পরীক্ষার্থীদের ভাবতে বাধ্য করবে। আমি বলব না, এগুলির উত্তর তারা দিতে পারবে না। কিন্তু ঝট করে উত্তর দেওয়াটা একটু কঠিন হবে। ভেবে লিখতে হবে।’ এর পাশাপাশি কয়েকটি প্রশ্ন পরীক্ষার্থীদের কিছুটা অস্বস্তির মধ্যে ফেলতে পারে বলেও মনে করেছেন তিনি। ‘এবারের পরীক্ষায় Cumulative Distribution Functionবা CDF থেকে কয়েকটি প্রশ্ন আছে। এই বিষয়টি এমনই, যেগুলি সিলেবাসে আছে বটে, তবে পরীক্ষার্থীরা এগুলি নিয়ে অতটাও ঘাঁটাঘাঁটি করে না বা প্রস্তুতি নিয়ে যায় না। এই ধরনের বিভাগ থেকে প্রশ্ন দেখলে পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি বাড়ে’, বলছেন তিনি। 

এবারের পরীক্ষা কেন ব্যতিক্রমী এবং কঠিন? কী বলছেন শিক্ষকমশাই

গৌতমবাবুর কথায়, ‘একটি জিনিস মনে রাখতে হবে। এবার পরীক্ষা এক মাস এগিয়ে এসেছে। এই এক মাসে অনেক কিছু সম্ভব। সিলেবাস শেষ করার পরে, খুঁটিয়ে পড়া, মক টেস্ট দেওয়া— এগুলি তো বহু পড়ুয়ারাই করে। শেষ একমাসে এগুলি বেশি করে করা হয়। সেই একটি মাসই যদি হাতে না থাকে, তাহলে সাধারণ মানের পড়ুয়াদের বটেই, মেধাবী পড়ুয়াদেরও সমস্যা হতে পারে।’

পরীক্ষার তারিখ ঘোষণার অনেক আগেই প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়ে যায়। ফলে এবার পরীক্ষার্থীরা এক মাস কম সময় পাবে, সে কথা প্রশ্নপত্র নির্মাতাদের জানা সম্ভব নয় বলেও মনে করছেন শিক্ষকমশাই। সেই কারণেই প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে তাঁরাও কোনও ছাড় দেননি বলে মনে করেছেন গৌতমবাবু। তবে পাশাপাশি তিনি এটিও মনে করেছেন, যেহেতু প্রশ্নপত্র খুবই ‘স্ট্যান্ডার্ড’ মাপের হয়েছে, সেখান থেকেও পড়ুয়াদের কিছুটা সুবিধা হতে পারে। 

এবার কেমন নম্বর উঠতে পারে?

এই বিষয়ে গৌতমবাবুর মত, ‘আমরা একটি জিনিস ধরে নিই— একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর ভালো করে দিলে ৯০ শতাংশের বেশি নম্বর পাবেই। প্রতিবারই এমনটিই মনে করা হয়। এবার মনে হচ্ছে, তেমন হবে না। এবার সেটি ৮০ শতাংশে নেমে আসতে পারে। ৮০ শতাংশের উপর অনেকেউ নম্বর পাবে। কিন্তু ৯০ শতাংশের উপর নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমবে।’

সব মিলিয়ে উচ্চমাধ্যমিক ২০২৪ কেমন হল

এবার উচ্চমাধ্যমিকে কমবেশি সব বিষয়ের প্রশ্ন সহজ হয়েছে বলে মনে করছেন বহু শিক্ষকই। এবারের প্রশ্নের মানও ভালো হয়েছে বলে মনে করেছেন অনেকেই। বিশেষজ্ঞদের কথায়, বাংলা এবং ইংরেজি প্রশ্নের পাশাপাশি ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, অঙ্কের প্রশ্নও এবার ভালো মানের হয়েছে। কোনও কোনও বিষয়ে কয়েকটি প্রশ্ন একটু ঘোরানো থাকলেও সার্বিকভাবে প্রশ্নপত্র সহজ হয়েছে। যারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে উচ্চমাধ্যমিক দিয়েছে, তারা এই পরীক্ষায় ভালো নম্বর পাবে বলে মনে করছেন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা।

কর্মখালি খবর

Latest News

গরমে কলকাতায় লাফিয়ে বেড়েছে জলের চাহিদা, মিটবে কী ভাবে? অপচয় রুখতে আবেদন মেয়রের ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট অসাধ্য সাধন!গপাগপ ছোলে ভাটুরে-মিষ্টি খেয়েও ১২ মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন অঙ্কুর বড় ধাক্কা খেল মোহনবাগান, চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে নিয়োগকারীর ‘ভুলের’ জন্য এই পরিণতি আমাদের! সুপ্রিমে আস্থা, আর কী বলছেন চাকরিহারা? 'মানসিক প্রতিবন্ধী মহিলার সঙ্গমে সম্মতি অপ্রাসঙ্গিক, এটি ধর্ষণ...', বলল কোর্ট থ্রি ইডিয়টস করতে বেজায় ভয় পেয়েছিলেন আমির! কিন্তু কেন? প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে ‘রক্তনালি’! মিটবে বাইপাস সার্জারির সমস্যা উত্তর কলকাতায় TMC কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার, কর্মীদেরই কাজ, দাবি নেত্রীর Green Mango Benefits: প্রতিদিন কাঁচা আম খাওয়ার ৭টি উপকারিতা

Latest IPL News

ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.