এই প্রথমবার আইসিএসই ও আইএসসি দেশে ‘ইমপ্রুভমেন্ট’ পরীক্ষা আয়োজন করতে চলেছে। বোর্ডের তরফে এই পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। জুনের ১৯ থএকে ২৩ তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে। ইতিমধ্যেই বোর্ড এই বিষয়ে নোটিস জারি করে দিয়েছে।
1/4সদ্য প্রকাশিত হয়েছে আইসিএসসি (দশম) ও আইএসসি (দ্বাদশ) এর পরীক্ষার ফলাফল। সেই ফলাফলে দেখা গিয়েছে, বাংলা জুড়ে জয়জয়কার ছিল। দশম শ্রেণি অর্থাৎ আইসিএসসির পরীক্ষায় দেশে মোট ৯ জন প্রথম হয়েছেন। দ্বাদশ বা আইএসসির সেরার তালিকায় দেশে প্রথম হয়েছেন ৫ জন। এই ফলাফলের পরই, বোর্ডের তরফে ‘ইম্প্ভরুমেন্ট’ পরীক্ষার তারিখ জানানো হয়েছে।
2/4এই প্রথমবার আইসিএসই ও আইএসসি দেশে ‘ইমপ্রুভমেন্ট’ পরীক্ষা আয়োজন করতে চলেছে। বোর্ডের তরফে এই পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। জুনের ১৯ থএকে ২৩ তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে। ইতিমধ্যেই বোর্ড এই বিষয়ে নোটিস জারি করে দিয়েছে। (ছবিটি প্রতীকী)
3/4বোর্ডের তরফে জানানো হয়েছে, যেকোনও একটি বিষয়ে এই ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা নিজেরাই এই পরীক্ষার বিষয়বস্তু বেছে নিতে পারবেন। বোর্ডের চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি গ্যারি আরাথুন জানিয়েছেন, ‘ জাতীয় শিক্ষানীতির সুপারিশ মেনে কম্পার্টমেন্ট পরীক্ষার সঙ্গে ইমপ্রুভমেন্ট পরীক্ষা আয়োজিত করছে সিআইএসসি।’ (ছবিটি প্রতীকী)য়ে
4/4উল্লেখ্য, আইএসসির পরীক্ষায় সারা দেশে যে ৫ জন সেরার সেরা হয়েছেন, তাঁদের মধ্যে ২ জনই এই রাজ্যের। আর দশমের সেরা ৯ জনের মধ্যে বাংলার পূর্ব বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায়। এছাড়াও দ্বাদশের মেধা তালিকায় প্রথম তিনের মধ্যে রয়েছেন ১৮ জন ছাত্রছাত্রী। প্রতীকী ছবি