একটু পরেই ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। সকাল ১১ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে দশম শ্রেণির (ম্যাট্রিক) বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করবে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল (JAC)। আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পরে পরীক্ষার্থীরা jac.nic.in, jharresults.nic.in এবং jac.jharkhand.gov.in ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে লিঙ্কগুলি সক্রিয় হবে। আর সেখান থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
কীভাবে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে?
১) মাধ্যমিক বা ম্যাট্রিকের ফলাফল দেখার জন্য jac.jharkhand.gov.in বা jacresults.com-তে যেতে হবে।
২) হোমপেজে রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর ও নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। করতে হবে লগইন।
৪) স্ক্রিনে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। সেটা ডাউনলোড করে রেখে দেওয়া যেতে পারে। যা কাজে লাগতে পারে ভবিষ্যতে।
কবে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল?
চলতি বছর ৬ ফেব্রুয়ারি থেকে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১ টা ৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলত। এবার চার লাখের বেশি পড়ুয়া ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা বা দশম শ্রেণির (ম্যাট্রিক) বোর্ড পরীক্ষা দিয়েছে।
ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় পাশমার্ক
মাধ্যমিক বা ম্যাট্রিক পরীক্ষার পাশ করার জন্য প্রত্যেক পড়ুয়াকে ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে। অর্থাৎ প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে পরীক্ষার্থীদের। আর সবমিলিয়ে পাশ করার জন্য ন্যূনতম ১৫০ নম্বর পেতেই হবে।
২০২৩ সালের ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় কী হয়েছিল?
গত বছর ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছিল ২৩ মে। অর্থাৎ এবার এক মাস আগে ফলপ্রকাশ করা হচ্ছে। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৯৫.৩৮ শতাংশ। প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়েছিল ৬৬.২৩ শতাংশ পড়ুয়া। দ্বিতীয় ডিভিশনে ৩১.০৫ শতাংশ পড়ুয়া ছিল। ২.৩৭ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিল তৃতীয় ডিভিশনে।
আরও পড়ুন: Madhyamik Exam: মামলা করতেই বাড়ল নম্বর, মাধ্যমিকের মেধাতালিকায় উঠল নাম, এতদিন কী করছিল পর্ষদ?