KMC Jobs: কলকাতা পুরসভায় চাকরির সুযোগ! জানুন কোন পদ? আবেদনের পদ্ধতি
1 মিনিটে পড়ুন . Updated: 05 Apr 2022, 01:53 PM ISTনূন্যতম শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট। আউটডোর ডিউটি করতে হবে। সেই কারণেই শারীরিকভাবে কর্মঠ থাকার দিকে গুরুত্ব দেওয়া হবে।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট। আউটডোর ডিউটি করতে হবে। সেই কারণেই শারীরিকভাবে কর্মঠ থাকার দিকে গুরুত্ব দেওয়া হবে।
সম্প্রতি কলকাতা পুরনিগমে বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতেই এই নিয়োগগুলি করা হবে।
কোন পদে নিয়োগ
'পরিবেশ বন্ধু' পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলকাতা পুরনিগমে প্রচুর শূন্যপদে চলছে নিয়োগ, আবেদনের জন্য হাতে কতদিন আছে?
ন্যূনতম যোগ্যতা
প্রার্থীদের শারীরিকভাবে সুস্থ হলেই চলবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট। আউটডোর ডিউটি করতে হবে। সেই কারণেই শারীরিকভাবে কর্মঠ থাকার দিকে গুরুত্ব দেওয়া হবে।
বয়সের নিম্ন ও ঊর্ধ্বসীমা
আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছরের হতে হবে। বয়সের সর্বোচ্চসীমা ৪০ বছর।
বাছাই পদ্ধতি
প্রার্থীদের লেখা ও পড়ার দক্ষতা যাচাই করা হবে। সেইসঙ্গে ফিল্ড টেস্টও নেওয়া হবে। তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
বেতন
কর্মীদের ম্যাট্রিক্স ROPA ২০১৯ পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। এর জন্য যেতে হবে এই লিঙ্কে। ওয়েবসাইটে ‘Apply Online’ সেকশন থেকে আবেদন করা যাবে।
আবেদন ফি
জেনারেল, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। SC/ST/Pwd প্রার্থীদের ক্ষেত্রে সেটা হবে ৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।