প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯জনের শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি তারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন। সেক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে এই যে ৩৯জন তাদের ডিএলএড সংক্রান্ত শংসাপত্র যেন যাচাই করে দেখা হয়। তবে এদিন হাইকোর্টের এই নির্দেশকে ঘিরে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তাদের চাকরির দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে।
এদিকে এর আগে ৯ হাজার ৫৩৩জন চাকরিপ্রার্থীর নাম সম্বলিত প্যানেল প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো গত ৩১শে জানুয়ারি একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই তালিকায় ৩৯জনের নাম ছিল না। এরপরই তাদের মধ্য়ে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। একই যাত্রায় কেন পৃথক যাত্রা হল তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই মতো হাইকোর্টে গিয়েছিলেন ওই ৩৯জন চাকরিপ্রার্থী। সেই মতো তাদের জন্য এবার আশার কথা শোনাল হাইকোর্ট। তবে এবার এনিয়ে নয়া সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ৩৯জনের একটা তালিকা প্রকাশ করা হোক। সেই তালিকা তৈরিতে উদ্যোগ নিক প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের ডিএলএড সংক্রান্ত সার্টিফিকেট যাচাই করা হোক।
এদিকে বছরের পর বছর ধরে চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন কর্মপ্রার্থীরা। বার বার তারা আদালতের দরজায় কড়া নেড়েছেন। তারপরে এই সিদ্ধান্ত।