বুধবার যে রেজাল্ট ঘোষণা হওয়ার কথা ছিল, অবশেষে শুক্রবার সকালে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দীর্ঘ প্রতীক্ষার পর UGC NET-র ডিসেম্বর সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করল আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রার্থীরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন। তাছাড়া সরাসরি UGC NET-র রেজাল্ট দেখার জন্য হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে ডিরেক্ট লিঙ্ক আছে। তাতে ক্লিক করলেই সরাসরি রেজাল্ট দেখার জায়গায় পৌঁছে যাবেন। তারপর নিজের তথ্য দিলেই UGC NET-র ডিসেম্বর সেশনের পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
কীভাবে UGC NET-র ফলাফল দেখতে পারবেন?
১) যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের প্রথমেই UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকেই 'LATEST NEWS' আছে। সেখানে UGC NET সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পারবেন। তেমনই একটিতে লেখা আছে ‘UGC NET December 2023 Result Window Open Click Here’। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। পেজের উপরের দিকেই লেখা আছে 'UGC-NET DECEMBER-2023'। নীচে আছে 'Score Card'। তারপর প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে।
৪) তাহলেই স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
UGC NET-র ডিসেম্বর সেশনের ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
UGC NET-এ অনুত্তীর্ণ হলে বিকল্প কেরিয়ার অপশন
UGC NET (ন্যাশনাল এলিজিবিটি টেস্ট) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং কলেজে সহকারী অধ্যাপক হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয়। সেইসঙ্গে 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ' হিসেবেও যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সেই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু UGC NET-র পরীক্ষায় সফল হতে পারেন না অনেকেই। বিশেষজ্ঞদের বক্তব্য, তাতে ভেঙে পড়লে চলবে না। বরং তাঁদের হাতে বিকল্প কেরিয়ারের আরও একাধিক সুযোগ আছে।
১) শিক্ষকতা: ২০১৮ সালে UGC NET-এ সাফল্য পেয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত প্রিয়াঙ্কা অরবিন্দ জানিয়েছেন, যে প্রার্থীরা UGC NET-এ উত্তীর্ণ হতে পারেননি এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান, তাঁরা সেটা করতে পারবেন। সেজন্য তাঁদের প্রয়োজনীয় ডিগ্রি লাগবে। উদাহরণস্বরূপ, স্কুলে পড়ানোর জন্য বিএডের প্রয়োজন আছে।
২) কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি: UGC NET-এ অনুত্তীর্ণ প্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষা দিতে পারেন। UPSC, SSC CGL, SSC CHSL, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) মতো বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবেন ওই প্রার্থীরা। শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশে ১২,০০০ কনস্টেবল নিয়োগ করা হবে। পঞ্চায়েত দফতরেও ৬,৭০০ শূন্যপদ পূরণ করবে সরকার।
৩) কর্পোরেট সেক্টর: কর্পোরেট দুনিয়ায় প্রবেশ করতে পারেন ওই প্রার্থীরা। নিজেদের যোগ্যতা এবং ডিগ্রির ভিত্তিতে তথ্যপ্রযুক্তি, লেখালেখির মতো ক্ষেত্রে যেতে পারেন।
৪) নিজের ব্যবসা বা স্টার্ট-আপ: কেউ চাইলে নিজের ব্যবসা খুলতে পারেন। স্টার্ট-আপের সুযোগও আছে। অনেকেই আবার UGC NET-র প্রস্তুতির জন্য কোচিং সেন্টার খোলেন। নিজেদের যে অধরা স্বপ্ন থাকে, সেটা অন্যদের ক্ষেত্রে পূরণের চেষ্টা করে থাকেন।
আরও পড়ুন: AI to hit 40% jobs: বৈষম্য বাড়াবে AI, চাকরিতে নেতিবাচক প্রভাব পড়বে ৪০ শতাংশ মানুষের, সতর্ক করল IMF