বাংলা নিউজ > কর্মখালি > WB Govt jobs: পূর্ব বর্ধমানে একাধিক পদে নিয়োগ স্বাস্থ্য দফতরের, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

WB Govt jobs: পূর্ব বর্ধমানে একাধিক পদে নিয়োগ স্বাস্থ্য দফতরের, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল অফিসারের প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

পূর্ব বর্ধমান সিএমওএইচ অফিসের তরফে চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স-সহ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জানাতে পারবেন। পরীক্ষার তারিখ এখনই জানানো হয়নি। তবে পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানানো যেতে পারে। মোট শূন্যপদ আসন শূন্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 

  •  মেডিক্যাল অফিসার - এমবিবিএস হতে হবে। ন্যাকোর কোনও নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ। 
  •  স্টাফ নার্স- জিএনএম/বি.এসসি নার্সিং বা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা-সহ এএনএম।
  •  এআরটি ল্যাব টেকনিশিয়ান - মেডিক্যাল ল্যাবরেটরি কেটনোলজিতে স্নাতক বা ডিপ্লোমা। (বিশেষ দ্রষ্টব্য : প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য পর্ষদে নথিভুক্ত থাকতে হবে।)
  • আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলজিতে স্নাতক ও এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ডিএমএলটি ও দু'বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বয়সসীমা : 

মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স এবং এআরটি ল্যাব টেক পদের জন্য সর্বোচ্চ ৭০ বছর বয়সের মধ্যে ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী) প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এছাড়া অন্যান্য সমস্ত পদের জন্য বয়সসীমা সর্বাধিক ৬০ বছর।

আবেদন ফি :

অসংরক্ষিত এবং তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদনের অর্থ যথাক্রমে ১০০ ও ৫০ টাকা। ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারেন।

বেতন:

মেডিক্যাল অফিসার- ৫০,০০০ টাকা।

স্টাফ নার্স- ১৩,০০০ টাকা।

এআরটি ল্যাব টেকনিশিয়ান- ১৩,০০০ টাকা।।

আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান- ১৩,০০০ টাকা।।

ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক)-১৩,০০০ টাকা।।

প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

কীভাবে আবেদন জঅনলাইনে আবেদন জানাতে হবে?

  • আবেদন জানানোর আগে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নেবেন।
  • অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্কে (www.wbhealth.gov.in) ক্লিক করে লগ ইন করুন। (নতুন প্রার্থী হলে আগে রেজিস্টার করুন।)
  • ফর্ম ভরার পর টাকা জমা দিন।
  • তারপর ফর্ম সাবমিট করুন।

বন্ধ করুন