আগামী ১৮ এপ্রিল থেকে রাজ্য জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.in থেকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হবে। লোকসভা নির্বাচনের জন্য জয়েন্টের সূচি পরিবর্তন করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। যদিও আপাতত রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে সেরকম কিছু জানানো হয়নি। মঙ্গলবার যখন জানানো হয়েছে যে ১৮ এপ্রিল থেকে জয়েন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যাওয়ার ঘোষণাটা করা হয়েছে, তখনও পরীক্ষার সূচি পরিবর্তনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি বোর্ড। সেই পরিস্থিতিতে ২৮ এপ্রিলই পরীক্ষা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
রাজ্য জয়েন্ট পরীক্ষার সূচি
১) প্রথম পত্রের পরীক্ষা: প্রথম পত্রে অঙ্ক আছে। সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১ টা পর্যন্ত।
২) দ্বিতীয় পত্রের পরীক্ষা: দ্বিতীয় পত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে। সেই পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে। দু'ঘণ্টা পরীক্ষা চলবে। বিকেল ৪ টে পর্যন্ত হবে পরীক্ষা।
আরও পড়ুন: HS 2024 Result: এপ্রিলেই উচ্চমাধ্যমিকের ফলাফল? রেজাল্ট নিয়ে মুখ খুলল সংসদ, কী বলা হল?
কীভাবে র্যাঙ্কিং নির্ধারিত হয়?
যে প্রার্থীরা রাজ্য জয়েন্ট পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা দেবেন, তাঁদের 'জেনারেল মেরিট র্যাঙ্কিং' (General Merit Rank) বা 'ফার্মেসি মেরিট র্যাঙ্কিং' (Pharmacy Merit Rank) প্রদান করা হবে। যে প্রার্থীদের 'জেনারেল মেরিট র্যাঙ্কিং' বা 'ফার্মেসি মেরিট র্যাঙ্কিং' প্রদান করা হবে, তাঁরা রাজ্যের বিভিন্ন কলেজের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কোর্সে ভরতি হতে পারবেন। যে প্রার্থীরা শুধুমাত্র দ্বিতীয় পত্রের পরীক্ষায় বসবেন, তাঁরা শুধুমাত্র ফার্মেসি কোর্সে ভরতির সুযোগ পাবেন (যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া)। যে প্রার্থীরা শুধুমাত্র প্রথম পত্রের পরীক্ষা দেবেন, তাঁদের কোনও র্যাঙ্কিং দেওয়া হবে না।
রাজ্য জয়েন্ট পরীক্ষায় কীভাবে নম্বর দেওয়া হয়?
১) অঙ্ক: এক নম্বরের ৫০টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.২৫ নম্বর। দুই নম্বরের ১৫টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.৫ নম্বর। তাছাড়া দুই নম্বরের আরও ১০টি প্রশ্ন থাকবে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। মোট নম্বর ১০০।
২) ফিজিক্স: এক নম্বরের ৩০টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.২৫ নম্বর। দুই নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.৫ নম্বর। দুই নম্বরের আরও পাঁচটি প্রশ্ন থাকবে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। মোট নম্বর ৫০।
৩) কেমিস্ট্রি: এক নম্বরের ৩০টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.২৫ নম্বর। দুই নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কস থাকবে ০.৫ নম্বর। দুই নম্বরের আরও পাঁচটি প্রশ্ন থাকবে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। মোট নম্বর ৫০।