বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup Final: এশিয়া কাপ থেকে যা পাওয়া প্রয়োজন তাই পেয়েছি, বিশ্বকাপের আগে উদ্দীপ্ত রোহিত?

Asia Cup Final: এশিয়া কাপ থেকে যা পাওয়া প্রয়োজন তাই পেয়েছি, বিশ্বকাপের আগে উদ্দীপ্ত রোহিত?

হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা। ছবি-বিসিসিআই টুইটার (BCCI Twitter)

মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছে ভারত। সেই সঙ্গে বড় ব্যবধানে জিতে এশিয়া কাপ পকেটে তুলেছে টিম ইন্ডিয়া। দলের এই পারফরম্যান্সের জন্য সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন রোহিত।

এই নিয়ে আটবার এশিয়া কাপ জিতল ভারতের ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে ঐতিহাসিক জয় নিয়ে এলো রোহিত শর্মারা। খেলা কার্যত শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। মহাম্মদ সিরাজ একাই লঙ্কায় আগুন ধরিয়ে দেন। ম্যাচে নেন‌ ৬টি উইকেট। একটি ওভারেই তুলে নেন লঙ্কার চার উইকেট। এই দাপটে বোলিংয়ের সামনে কোনভাবেই দাঁড়াতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ভারতীয় দলকে শুরুতেই এগিয়ে দেয় বোলাররা। শুধু মহম্মদ সিরাজ নয় তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়াও। প্রথম ওভারেই এক উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ শেষের ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলে যান, 'এটা অসাধারণ পারফরম্যান্স। বিশেষ করে ফাইনালের মতো ম্যাচে এই ধরনের খেলা দলের জন্য দারুন ব্যাপার।'

এদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দানুস শানাকা। তখন প্রত্যেকটি ভাবতে থাকে ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হবে। কারণ কলম্বোর পিচের চরিত্র অনুযায়ী দ্বিতীয় ইনিংসে বল অনেকটাই ধীরগতিতে বেটে আসে। সেক্ষেত্রে রোহিতদের ব্যাট করা অনেকটা চাপের হবে বলে মনে করতে থাকেন সকলে। তবে সেই সুযোগই দেননি ভারতীয় বোলাররা। মাত্র ৫০ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কাকে। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৬.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন শুভমন গিল এবং ইশান কিষানরা। ম্যাচের শেষে সতীর্থদের প্রশংসা করেন তিনি।

ভারতী অধিনায়ক বলেন, 'এটা দলের অসাধারণ পারফরম্যান্স। বিশেষ করে এশিয়া কাপের ফাইনালে এই পারফরম্যান্স আসা দারুন ব্যাপার। আসলে দেখতে গেলে আমাদের দলের জোরে বোলাররা বেশ কয়েক বছর ধরেই দারুণ পারফরম্যান্স করে চলেছে। তাই আজকের পারফরম্যান্সটা অসাধারণ। আমি খেলার আগে সত্যিই ভাবিনি বোলিংয়ে এতটা সাহায্য পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত ব্যাপারটা ব্যক্তিগত দক্ষতার ওপরে ই চলে আসে।'

এখানে না থেমে তিনি আরও বলেন, 'আমাদের বোলাররা ছাড়াও যারা আজকের দলে ছিল তারা নিজেদের দায়িত্ব ঠিক ঠিক ভাবে পালন করেছে। এই টুর্নামেন্ট থেকে আমাদের যা যা পাওয়ার কথা ছিল আমরা সেইগুলো পেয়েছি। এটা দলের অনেক আত্মবিশ্বাস জোগাবে। এটা খুব আনন্দদায়ক একটা বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪টি উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক অফিসার যেভাবে একটা ভালো রানে নিয়ে গেছিল সেটাও ইতিবাচক দিক। এরপর রাহুল ও বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরিটাও বিশেষ ব্যাপার। শুভমন এই সিরিজে ভালো ব্যাট করেছে। ও এই ভাবেই আগামীতেও ব্যাট করে যেতে চাইবে। দলের বাকিরা ও কঠিন সময় ভালো খেলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন