শুভব্রত মুখার্জি:- বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এই মুহূর্তে শ্রেষ্ঠত্বের শিরোপার জন্য লড়াই করছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের সঙ্গে। আর সেই বাবর আজমকেও নাকি ছাপিয়ে যেতে পারেন এক তরুন পাক ব্যাটার! হ্যাঁ, এমনটাই দাবি করেছেন প্রাক্তন অজি ওপেনার ব্যাটার সাইমন কাটিচ। তাঁর মতে তরুণ আসাদ শফিক অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। তাঁর ব্যাটিংয়ে এতটাই সামর্থ্য রয়েছে যে তিনি নাকি বাবর আজমকে হেলায় পিছনে ফেলতে পারেন।
আব্দুল্লাহ শফিকের ব্যাটিং দেখে মুগ্ধ সাইমন কাটিচ। ব্যাটিংয়ে তাঁর আগ্রাসন মনে ধরেছে কাটিচের। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক খেলা বেশ ভালো লেগেছে কাটিচের। আর সেটা দেখেই কাটিচের মনে হয় ভবিষ্যতে বাবর আজমকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন শফিক। এই মুহূর্তে পার্থে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার যে প্রথম টেস্ট চলছে তাতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সাইমন কাটিচ। আর সেখানেই ধারাভাষ্য দেওয়ার সময়ে এই মন্তব্য করেছেন তিনি।
কাটিচ বলেন, 'ও(শফিক) একজন খুব ভালো ক্রিকেটার। খুব ভালো একজন নবীন ক্রিকেটার যার টেস্ট কেরিয়ারের শুরুটা খুব ভালো হয়েছে। আমি ওঁর ব্যাটিংয়ের যে দিকটা সবথেকে বেশি ভালোবাসি তা হল স্পিনারদের বিরুদ্ধে ওঁর আগ্রাসী মনোভাব। গত বছরে পাকিস্তানে আমি ওঁকে দেখেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নাথান লিয়নের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক খেলা খেলেছে ও। আজকেও (পারথে) নাথানকে ও ওঁর মাথার উপর দিয়ে মেরেছে। আমি ওঁর ব্যাট করার ধরনটা বেশ ভালোবাসি। খুব ভালো পারফরম্যান্স করছে। যা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমার মতে শফিকের ক্ষমতা রয়েছে ক্রিকেটার হিসেবে বাবর আজমকে ছাপিয়ে যাওয়ার।'
২৪ বছর বয়সী ব্যাটার এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট খেলেছেন। করেছেন ১২২০ রান। গড় ৫০.৮৩। এই মুহূর্তে পাকিস্তানের হয়ে টেস্টে তাঁর চারটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। ২০২১ সালে টেস্টে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর ২০১। যদি কাটিচের কথা মিলে যায়, তাহলে পাক ক্রিকেটে বড় তারকা দেখা যেতে পারে।