শুভব্রত মুখার্জি: ২০২৪ সালেই রয়েছে প্যারিস অলিম্পিক্স। তার আগে অলিম্পিক্সের মূলপর্বের টিকিট ছিনিয়ে নিতে বিভিন্ন প্রতিযোগিতায় জোরদার লড়াই চালাচ্ছেন প্রতিযোগীরা। এমন আবহে ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে এই কোয়ালিফিকেশনের লড়াই যেন জমে উঠেছে। সম্প্রতি গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতা জিতল অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো জুটি। এই প্রতিযোগিতা জিতে বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২৫'এ ঢুকে পড়েছেন তাঁরা। ফলে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের লড়াইতে গায়ত্রী গোপীচাঁদ-ট্রেসা জলি জুটির সঙ্গে ঢুকে পড়ল অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো জুটিও।
ঘটনাচক্রে অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো জুটির এটি তাদের কেরিয়ারে তৃতীয় শিরোপা। গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতা জেতার আগে এই জুটি নান্টেস ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ এবং আবুধাবি মাস্টার্সেও জিতেছেন। চলতি বছরের গোড়ার দিকেই ফের জুটি বেঁধে খেলা শুরু করেছেন তাঁরা। গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো জুটি হারিয়েছেন চাইনিজ তাইপের সুঙ্গ-সুয়ো-উন এবং ইউ-চিয়েন-হুউ জুটিকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৩,২১-১৯। আর এই জয়ের ফলে তাদের উন্নতি ঘটতে চলেছে ক্রমতালিকাতেও। মঙ্গলবার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন কর্তৃক নয়া ক্রমতালিকা প্রকাশ পেতে চলেছে। যেই তালিকাতেই ২৩ নম্বরে উঠে আসবেন অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো জুটি।
গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় জুটি বেশ সহজেই প্রথম গেম জিতে নেয়। তবে দ্বিতীয় গেমে তাদেরকে বেশ বেগ দেয় চাইনিজ তাইপে জুটি। একটা সময়ে পিছিয়ে থেকেও কামব্যাক করে চাইনিজ তাইপের জুটি। দ্বিতীয় গেমে ১৯-১৯ ড্র করে দিয়েছিল তারা। সেখান থেকে ভারতীয় জুটি পরপর দুই পয়েন্ট জিতে নিয়ে তাদের শিরোপা জয় নিশ্চিত করে। উল্লেখ্য বছরের গোড়ার দিকে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতা দিয়ে ফের কোর্টে জুটি বেঁধেছিল অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো। সেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছায় এই জুটি। সেখান থেকেই যেন কার্যত এই ভারতীয় জুটির সুর বাঁধা হয়ে যায়। যার ফলস্বরূপ চলতি বছরে জুটিতে তারা তাঁদের তৃতীয় শিরোপা জিতে নিয়ে এবার প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের লড়াইতেও চলে এলেন।