বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Howrah metro effect on app cabs: হাওড়ায় মেট্রোয় চালু হতেই ভাড়া কমল অ্যাপ ক্যাবের, কোনও রুটে ৪৬% কম লাগছে টাকা

Howrah metro effect on app cabs: হাওড়ায় মেট্রোয় চালু হতেই ভাড়া কমল অ্যাপ ক্যাবের, কোনও রুটে ৪৬% কম লাগছে টাকা

হাওড়ায় মেট্রো চালু হতে অ্যাপ ক্যাব ধাক্কা খেয়েছে কিছুটা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি এবং ফাইল ছবি)

মার্চে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। তারপরেই হাওড়া স্টেশন থেকে অ্যাপ ক্যাবের ভাড়া কমে গিয়েছে। কারণ যাত্রীদের পছন্দের মাধ্যম হয়ে উঠেছে মেট্রো।

'ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না- চলতি প্রবাদটা যেন হাওড়া স্টেশনের অ্যাপ ক্যাবের জন্য সত্যি হয়ে উঠেছে। কারণ গত মার্চে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার পরেই অ্যাপ ক্যাবের কপাল পুড়েছে। যাত্রীর সংখ্যা কমে গিয়েছে। চাহিদা-জোগানের স্বাভাবিক নিয়মে কমে গিয়েছে অ্যাপ ক্যাবের ভাড়াও। কোনও কোনও ক্ষেত্রে তো আগে যা ভাড়া ছিল, তার ৪০ শতাংশও কমে গিয়েছে ভাড়া। অ্যাপ ক্যাবের চালকদের আশঙ্কা, সেই পুরনো দিন ফিরে আসবে না আর। বরং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু আরও চাপ বাড়বে তাঁদের। সেই পরিস্থিতিতে যে অংশে মেট্রোর সংযোগ নেই, সেগুলিকে ‘টার্গেট’ করা হচ্ছে।

ভাড়ার আকাশ-পাতাল তফাৎ

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হলে বাস, ট্যাক্সির মতো বিভিন্ন পরিবহণের মাধ্যম যে ধাক্কা খাবে, সেটা প্রত্যাশিতই ছিল। কারণ মেট্রোর ভাড়া কম। স্বাচ্ছন্দ্যও বেশি। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাত্রীরা অনায়াসে হাওড়া মেট্রো স্টেশনে ঢুকে যেতে পারেন। সেখান থেকে একটা মেট্রো ধরে মাত্র ১০ টাকায় এসপ্ল্যানেড চলে আসতে পারেন। সেখান থেকে আবার নর্থ-সাউথ করিডরের (ব্লু লাইন) মেট্রো ধরে দক্ষিণেশ্বরের দিকে বা নিউ গড়িয়ার যেতে পারবেন। ফলে মেরেকেটে ৫০ টাকার মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারছেন।

আরও পড়ুন: East-West Metro full run update: কাজের গতি খুব কম, ২০২৫-র মার্চের আগে সম্ভবত পুরো রুটে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো

সেখানে অ্যাপ ক্যাব হলে হাওড়া স্টেশন থেকে নিউ গড়িয়া যেতে ভাড়া পড়বে প্রায় ৮০০ টাকা। একইভাবে হাওড়া থেকে রাসবিহারী আসতে ৫০০ টাকার মতো পড়বে। শ্যামবাজারে যেতে খরচ পড়বে ২০০ টাকার মতো। যেটা মেট্রোয় করে এলে একেবারে সস্তায় হয়ে যাবে। আগে যেমন হাওড়া থেকে এসপ্ল্যানেডে আসতে ২৫০ টাকা মতো খরচ পড়ত। এখন সেটা কমে গিয়েছে। শুধু তাই নয়, অ্যাপ ক্যাবে এসি চালানো নিয়েও অনেক বিতর্ক হয়। যাত্রীরা হামেশাই অভিযোগ তোলেন যে এসি চালাতে বেঁকে বসেন চালকরা। মেট্রোয় সেইসব কোনও সমস্যা নেই। প্রবল গরমের মধ্যেই এসির হাওয়া খেতে-খেতে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

আরও পড়ুন: Kolkata Rain Forecast Today: আজই বৃষ্টি নামছে কলকাতায়! ৪০ কিমিতে ঝড় উঠবে কবে থেকে? ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা

অ্যাপ ক্যাবের চালকদের বক্তব্য, যাত্রীদের কাছে দু'একটি বড় লাগেজ থাকে। তাহলেও মেট্রো বেছে নিচ্ছেন তাঁরা। নিত্যযাত্রীরা তো মেট্রোর পথেই হাঁটছেন। একমাত্র প্রচুর ব্যাগপত্তর থাকলে তবেই রেলযাত্রীরা অ্য়াপ ক্য়াবের পথে হাঁটছেন বলে দাবি করেছেন অ্যাপ ক্যাবের চালকরা। 

আরও পড়ুন: New Garia to Airport Metro Update: জট কাটিয়ে VIP রোডে শুরু র‍্যাম্পের কাজ! কবে বেলেঘাটা পর্যন্ত ছুটবে মেট্রো?

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.