নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার বিরাট কোহলি। কোহলির জাদুতে গোটা ক্রিকেট বিশ্বই মুগ্ধ। ১৫ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কোহলির রোমাঞ্চকর যাত্রা দেখে অনেক তরুণ ক্রিকেটারই তাঁর অন্ধ ভক্ত। এর মধ্যে শুধু ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেটাররাও রয়েছেন। আর এমনই এক ভক্তের কাছ থেকে অনন্য একটি উপহার পেয়েছেন কিং কোহলি।
আসলে, ভারতীয় দলের অনুশীলনে শ্রীলঙ্কার অনেক স্থানীয় বোলারই যোগ দিয়েছেন। এবং নেট বোলার হিসেবে ভারতীয় দলের খেলোয়াড়দের ব্যাটিং অনুশীলনে সাহায্য করছেন। তেমনই একজন স্থানীয় বোলার হলেন চন্দ্রমোহন কৃষ্ণনাথ। যিনি ভারতীয় দলের অনুশীলনের নেট বোলার হিসেবে সাহায্য করেছেন। ভারতীয় দলের অনুশীলনের সময়ে তিনি কিং কোহলির সঙ্গে দেখা করেন। এবং নিজের স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার পর চন্দ্রমোহন একেবারে উচ্ছ্বাসে ভেসে যান। তিনি কোহলিকে একটি রূপোর ব্যাটও উপহার দিয়েছেন। মজার বিষয় হল, কোহলির করা ৭৬টি আন্তর্জাতিক সেঞ্চুরির তথ্য সেই ব্যাটে খোদাই করা রয়েছে।
চন্দ্রমোহন জানিয়েছেন, এই ব্যাটটি তৈরি করতে তাঁর তিন মাস সময় লেগেছে। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে চন্দ্রমোহন বলেন, ‘আমি বিরাট কোহলির একজন বড় ভক্ত। ২০১৭ সালে নেট অনুশীলনের সময় ওঁর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। এটা আমার পক্ষ থেকে ওর জন্য একটি ছোট উপহার। এখনও পর্যন্ত তিনি পর্যন্ত যতগুলো সেঞ্চুরি করেছেন, তার সবগুলোই এই ব্যাটেই লেখা আছে। এই ব্যাটটি তৈরি করতে আমার তিন মাস লেগেছে।’
এর আগে ৯ সেপ্টেম্বর একটি ভিডিয়ো শেয়ার করেছিল বিসিসিআই। যেখানে কোহলিকে শ্রীলঙ্কার খেলোয়াড়দের কোচের মতো টিপস দিতে দেখা গিয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটাররা মন্ত্রমুগ্ধের মতো কোহলির কথা মনোযোগ দিয়ে শুনছেন। যাইহোক এশিয়া কাপে কোহলি এখনও সে ভাবে খেলার সুযোগটাই পাননি। তবে তাঁকে ঘিরে উন্মাদনার পারদ সব সময়েই তুঙ্গে থাকে।
রবিবারই যেমন ওয়াসিম আক্রম ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ে জানিয়েছেন, কোহলির প্রতি তাঁর মুগ্ধতার কথা। রবিবার ম্যাচ শুরুর আগে বিরাটের সঙ্গে দেখা হয়েছিল আক্রমের। সেই সময়ে দুই তারকার মধ্যে কথাও হয়। কী কথা হয়েছিল কোহলির সঙ্গে, সেটা ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ফাঁস করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।
আক্রম বলছেন, ‘(রবিবার) ম্যাচ শুরুর আগে আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন বিরাট কোহলিকে বলেছিলাম যে, তুমি এখন আমার স্বপ্নে আসছো। ও অবাক হয়ে জানত চায়, ওয়াসিম ভাই কী বলতে চাইছেন? আমি ওকে বলি, তোমাকে টেলিভিশনের পর্দায় এত দেখি যে, মন থেকে তোমাকে মুচে দিতে পারছি না।’