শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান। সুপার ফোরে তাদের শেষ ম্যাচে ভার্চুয়াল সেমিফাইনালে তাঁরা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। সেই ম্যাচে একেবারে শেষ বলে এসে হারতে হয়েছে তাদের। ফলে এবারের এশিয়া কাপের ফাইনালে খেলা হবে না গতবারের রানার্স আপদের। তাদেরকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে ১১ তম বার এশিয়া কাপের ফাইনালে খেলবে শ্রীলঙ্কা দল।তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। বাবররা হেরে যাওয়ার ফলে ঘটে গিয়েছে এক অদ্ভুত ঘটনা। পাক পেসার শাহানওয়াজ দাহানিকে পিসিবি বৃহস্পতিবারেই শ্রীলঙ্কায় পাঠিয়েছিল।সে দিনকেই কলম্বো গিয়ে পৌঁছান দাহানি। আর সে দিনকেই পাকিস্তান দল এশিয়া কাপ থেকে ছিটকে যায়, এর ফলে সে দিনকেই কলম্বো থেকে ফের পাকিস্তানে ফেরত আসার বিমান ধরতে হল তাঁকে। আর এই ঘটনার কারণেই নেটনাগরিকদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন দাহানি।
নাসিম শাহ এবং হ্যারিস রউফের চোট থাকায় দাহানিকে বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দাহানি এবং পাকিস্তানের দুর্ভাগ্য যে সে দিনকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
এরপরেই দাহানিকে কটাক্ষ করে এক সমর্থক টুইট করে লেখেন, ‘দাহানির খুব স্বস্তি হয়েছে, ওঁকে আর ওঁর ব্যাগপত্র খুলতে হবে না।’ অপর আরেক সমর্থক আবার মজা করে লিখলেন, ‘দাহানির এশিয়া কাপ খেলা উচিত.... তবে হ্যা ফাইনালে শ্রীলঙ্কার হয়ে খেলা উচিত।’ আরেক পাকিস্তান ক্রিকেটের ভক্ত লেখেন, ‘জীবনের সবথেকে ছোট সফর...দাহানিকে এয়ারপোর্টেই থাকতে বলুন। বিশ্রাম নিয়ে ওঁকে পরের বিমান ধরে দেশে ফিরে আসতে বলুন।’
হ্যারিস রউফের বদলি হিসেবে পাকিস্তান দলে ডাকা হয়েছিল দাহানিকে। ১৩ সেপ্টেম্বর দাহানি পাকিস্তান থেকে তাঁর কলম্বো আসার একটি ছবি এয়ারপোর্টের মধ্যে থেকেই তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ যেদিন হচ্ছিল অর্থাৎ বৃহস্পতিবার শ্রীলঙ্কায় এসে পৌঁছান তিনি। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাবর আজম বাহিনীকে ২ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা দল। ফলে এশিয়া কাপে একটি ম্যাচ খেলার আগেই খেলার আশা শেষ হয়ে যায় দাহানির। ম্যাচে এদিন ৪২ ওভারে ২৫২ রান করে পাকিস্তান। ইফতিকার আহমেদকে সঙ্গী করে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ে ফেরান মহম্মদ রিজওয়ান। তিনি অপরাজিত ৮৬ রান করেন। জবাবে কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমার ১০০ রানের পার্টনারশিপে ভর করে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। শেষ পর্যন্ত চরিথ আসালঙ্কার অপরাজিত ইনিংসে ভর করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।