শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। এখন থেকে সুপার ফোর পর্যায়ের বাকি ম্যাচগুলোর সবকটিই খেলা হবে শ্রীলঙ্কাতে। যেখানে আবহাওয়ার পূর্বাভাস একেবারেই ভালো নয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচের দিনেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। আর সে কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ ম্যাচে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে থাকলেও, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে নেই এই রিজার্ভ ডে। ফলে ভারত এবং পাকিস্তানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি উঠেছে। বিতর্ক হয় বাকি দেশের বোর্ডগুলির সঙ্গে আলোচনা না করেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির তরফে এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির তরফে অফিসিয়ালি একটি টুইট করা হয়েছে। আর সেই টুইটেই এই বাড়তি সুবিধার তত্ত্ব আওড়ানো নিন্দুকদের একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছে বিসিবি।
বিসিবির তরফে এক্সে লেখা হয়েছে , ‘সুপার ১১ এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে যুক্ত হয়েছে একটি রিজার্ভ ডে। যার ফলে আগে থেকেই টু্র্নামেন্টে খেলার যে নিয়ম ছিল তাতে পরিবর্তন এসেছে। বিষয়টি নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে আমরা এই কথা সকলকে জানাতে চাই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপার ফোর পর্যায়ে ওঠা চারটি দেশের বোর্ড এবং এসিসির সঙ্গে মিটিংয়ের পরেই।’
উল্লেখ্য শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড এবং বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরেসিংহে এই বিষয়টি নিয়ে তাদের মত আগেই জানিয়েছিলেন। তাঁরা বিস্ময় প্রকাশ করার পাশাপাশি ঘুরিয়ে ভারত এবং পাকিস্তানকে বাড়তি সুবিধা দেওয়ার তত্ত্ব সামনে এনেছিলেন। কী করে দেশের বোর্ডের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও তারা তুলেছিলেন। যদিও বিসিবির টুইটের পরে কার্যত সব বিতর্কে জল ঢালা হয়ে গেল। তবে এরপরে এই বিষয়ে টুইট করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। তারাও জানিয়ে দেয় যে রিজার্ভ ডে-র সিদ্ধান্ত চার দেশের বৈঠকের পরেই নেওয়া হয়েছে।
প্রসঙ্গত এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হয়েছে। এই টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে (অতিরিক্ত একটি দিন) যোগ করা হয়েছে। ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হতে পারে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডে-তে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডেতে খেলা সেখান থেকেই শুরু হবে। উল্লেখ্য এশিয়া কাপে এবার গ্রুপ পর্যায়ে পাল্লিকেল্লেতে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তারপরেই এসিসির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়া কাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার কলম্বোয় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক পিসিবি চেয়েছিল কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটায় নিয়ে যেতে। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচগুলো আয়োজন করা হবে তা নিশ্চিত করা হয়েছে।