দলের ৬ জন ব্যাটার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তাঁদের মধ্যে নব্বইয়ের ঘরে আউট হন দু'জন। তবে কেউই তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অর্থাৎ, বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬ জন ব্যাটার অর্ধশতরান করলেও কেউ সেঞ্চুরি করতে পারেননি। উল্লেখযোগ্য বিষয় হল, কারও শতরান ছাড়াই শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দলগত ৫০০ রানের গণ্ডি টপকে যায়।
এই নিরিখেই শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে। তারা ভেঙে দেয় টিম ইন্ডিয়ার ৪৮ বছর আগের বিশ্বরেকর্ড। কোনও ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়াই টেস্ট সব থেকে বেশি রানের দলগত ইনিংস গড়ার নজির গড়ে শ্রীলঙ্কা।
১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ৯ উইকেটে ৫২৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সেই ইনিংসে ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ৬ জন ব্যাটার। তবে সেঞ্চুরি করতে পারেননি কেউ। কানপুরের সেই ইনিংসে সুনীল গাভাসকর ৬৬, মহিন্দর অমরনাথ ৭০, গুন্ডাপ্পা বিশ্বনাথ ৬৮, অশোক মানকড় ৫০, সৈয়দ কিরমানি ৬৪ ও বিষেণ সিং বেদী অপরাজিত ৫০ রান করেন।
এবার বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে। দ্বীপরাষ্ট্রের হয়ে নিশান মদুষ্কা ৫৭, দিমুথ করুণারত্নে ৮৬, কুশল মেন্ডিস ৯৩, দীনেশ চণ্ডীমল ৫৯, ধনঞ্জয়া ডি'সিলভা ৭০ ও কামিন্দু মেন্ডিস অপরাজিত ৯২ রান করেন।
কারও শতরান ছাড়াই টেস্ট ইনিংসে সব থেকে বেশি রান:-
১. বাংলাদেশের বিরুদ্ধে ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা তোলে ৫৩১ রান।
২. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৬ সালে ভারত তোলে ৯ উইকেটে ৫২৪ রান।
৩. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৯ সালে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ৫২০ রান।
৪. অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা তোলে ৫১৭ রান।
৫. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮১ সালে পাকিস্তান তোলে ৮ উইকেটে ৫০০ রান।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্টের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৫৯ ওভার ব্যাট করে ৫৩১ রান তোলে। পাঁচ তারকার হাফ-সেঞ্চুরি ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৩, প্রবথ জয়সূর্য ২৮, বিশ্ব ফার্নান্ডো ১১ ও লাহিরু কুমারা ৬ রান করেন। বাংলাদেশের শাকিব আল হাসান প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। ২১ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। ২৮ রানে অপরাজিত থাকেন জাকির হাসান।