বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলার প্রয়োজনই মনে করেননি ইশান কিষান এবং শ্রেয়স আইয়ার। যার শাস্তিও তাঁদের হাতেনাতে পেতে হয়েছে। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানকে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে এখন নানা আলোচনা চলছে। কেউ বা বিসিসিআই-এর সিদ্ধান্তের পক্ষে রয়েছেন, কেউ আবার দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আবার ইশানের পাশে দাঁড়িয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমার মতে বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং জাতীয় নির্বাচকদের ইশানের সঙ্গে কথা বলা উচিত। ইশান আগেও রঞ্জি ট্রফি খেলেছে। এছাড়া সাদা বলের ক্রিকেটও খেলেছে। তাহলে ও কি হঠাৎ খারাপ ক্রিকেটার হয়ে গেল? এটা তো হতে পারে না।’ আসলে ইশানের সমস্যার কথাটাও সকলের শোনা উচিত বলে মনে করেন সৌরভ।
আরও পড়ুন: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ
ইশানের রঞ্জি না খেলা নিয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তিনি ঘুরিয়ে বলেছেন, যাঁরা রঞ্জি বা ঘরোয়া ক্রিকেট খেলছেন না বা মিস করে যাচ্ছেন কোনও কারণে, সেটা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা উচিত। তাঁর দাবি, ‘দিল্লি ক্যাপিটালসের সমস্ত খেলোয়াড়ই সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফি খেলেছে। এমন কী ইশান্ত শর্মা রঞ্জি খেলেছে। খালিল আহমেদ অনেক দিন পর পুরো মরশুমে খেলেছে। আমরা অফ সিজনে ওর সঙ্গে কাজ করেছি এবং ওকে রঞ্জি খেলার জন্য ফিট করেছি। মাত্র দু'-এক জন ব্যতিক্রম আছে, যাদের সঙ্গে কথা বলা দরকার।’
আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা
ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আইপিএলের কোনও সংঘাত দেখছেন না সৌরভ। তাঁর মতে, ‘ভারতীয় ক্রিকেটাররা লাল এবং সাদা বলের ক্রিকেট দু'টোই খেলতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেট এবং আইপিএল- এই দু'টোই ওদের জীবন গড়ে দিতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে আইপিএলের কোনও সংঘাত নেই। প্রথম শ্রেণির ক্রিকেট শেষ হওয়ার প্রায় এক মাস পর আইপিএল হয়। আমি তো কোনও সমস্যা দেখছি না। সেরা ক্রিকেটারদের অনেকেই তো টেস্টের পাশাপাশি সাদা বলের ক্রিকেটও খেলে।’
গত বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব মিলিয়ে ৩০জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও, জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার ইশান কিষান এবং শ্রেয়স আইয়ার। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি নিয়ে আলোচনার সময়ে ইশান ও শ্রেয়সের নাম বিবেচনাই করা হয়নি।