বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ

IPL 2024: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ

ঋষভ পন্ত এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

২২ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পন্ত শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা, বা তাঁর জায়গায় অন্য কেউ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হবেন কিনা, এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘ফিট হওয়ার জন্য পন্ত সব কিছু করেছে এবং এই কারণেই এনসিএ ওকে পুরো ফিট ঘোষণা করতে চলেছে।’

তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে। সে কথাই জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৫ মার্চ তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ২২ গজে প্রত্যাবর্তনের জন্য পুরোপুরি ফিট ঘোষণা করতে প্রস্তুত।

প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ TOI-এর সঙ্গে কথা বলার সময়ে পন্তের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। ২২ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পন্ত শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা, বা তাঁর জায়গায় অন্য কেউ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হবেন কিনা, এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘ফিট হওয়ার জন্য পন্ত সব কিছু করেছে এবং এই কারণেই এনসিএ ওকে পুরো ফিট ঘোষণা করতে চলেছে।’

আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা

সৌরভ সঙ্গে যোগ করেছেন, ‘৫ মার্চ ঋষভকে আগে ছাড়পত্র পেতে দিন, তবেই আমরা অধিনায়কত্বের ব্যাকআপ নিয়ে কথা বলব। আমরা ওর বিষয়ে অনেক বেশি সতর্ক থাকছি। কারণ ওর সামনে অনেক দীর্ঘ ক্যারিয়ার পড়ে রয়েছে। আমরা ওকে উত্তেজনায় ঠেলে দিতে চাই না। আমরা আগে দেখব, ঋষভ কেমন প্রতিক্রিয়া করছে। এনসিএ ওকে ছাড়পত্র দিলেই, ও শিবিরে যোগ দেবে। আমরা ম্যাচ বাই ম্যাচ দেখব। আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না।’

আরও পড়ুন: বস তোমাকে মেদ ঝরাতে হবে- কোন ক্রিকেটারকে পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী

পন্ত ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে ২২ গজের বাইরে রয়েছেন। এই দুর্ঘটনার পর তাঁর একাধিক অস্ত্রোপচার করতে হয়। এবং পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে পন্তকে। আইপিএলের প্রাথমিক পর্বে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের অধীনে পন্তের শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলার সম্ভাবনা প্রবল। সৌরভ বলেছেন, ‘উইকেটরক্ষকের বিকল্প হিসেবে কুমার কুশাগ্রা আছে। রিকি ভুই খুব ভালো খেলছে। এছাড়াও শাই হোপ এবং ত্রিস্তান স্টাবস আছে।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ঋষভ ফিট হয়ে ফিরে আসা আমাদের জন্য একটি বড় বিষয় হবে। আমরা আশা করি, ও পুরো মরশুমটাই খেলতে পারবে। কারণ ও বিশেষ একজন খেলোয়াড়। আমরা কিছু ঘরোয়া খেলোয়াড়দের নিয়ে কাজ করেছি, যারা সব ফরম্যাটে ভালো করেছে, কিন্তু ঋষভ খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৪ আইপিএল শুরু হবে ২২ শে মার্চ থেকে। বিসিসিআই এখনও পর্যন্ত ৭ এপ্রিল পর্যন্ত খেলা প্রথম ২১টি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। এর পর ভারত সরকার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলে, আইপিএলের বাকি সূচি বিসিসিআই চূড়ান্ত করবে।

ক্রিকেট খবর

Latest News

আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.