বাংলা নিউজ > ক্রিকেট > অস্ট্রেলিয়ায় ভারতের পাঁচ টেস্টের সূচি প্রকাশিত, আগে যাচ্ছে পাকিস্তান, ODI সিরিজ খেলবেন হরমনরা

অস্ট্রেলিয়ায় ভারতের পাঁচ টেস্টের সূচি প্রকাশিত, আগে যাচ্ছে পাকিস্তান, ODI সিরিজ খেলবেন হরমনরা

এবার বর্ডার-গাভাসকর সিরিজে খেলা হবে পাঁচটা ম্যাচ (ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া)

১৯৯১-৯২ সালের পর এই প্রথম এই দুই দেশের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ খেলা হবে। ছয় টেস্ট, নয়টি ওয়ানডে, নয়টি টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা দল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১২টি ভেন্যুতে খেলবে।

অস্ট্রেলিয়া দল যখনই ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামে, তখনই উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে এবার চারটির পরিবর্তে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া তরফ থেকে এই খবরটি ঘোষণা করা হয়েছে। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম এই দুই দেশের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ খেলা হবে। ছয় টেস্ট, নয়টি ওয়ানডে, নয়টি টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা দল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১২টি ভেন্যুতে খেলবে।

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য খেলা এই সিরিজটি অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ সূচির হাইলাইট হবে। আগামী দিনে এর কর্মসূচি প্রকাশ করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া 'এক্স'-এ পোস্ট করেছিল, ‘১৯৯১-৯২ সালের পর প্রথমবারের মতো, এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি পাঁচ টেস্টের সিরিজ খেলা হবে। বর্ডার গাভাসকর ট্রফির জন্য এই সিরিজটি ২০২৪-২৫ সালের ঘরোয়া সূচির প্রধান আকর্ষণ হবে।’

আরও পড়ুন… IPL 2024 RCB vs PBKS: রিঙ্কুর হাতে মার খাওয়া যশ দয়ালকে জঞ্জাল বললেন কার্তিক, সপাটে জবাব দিল RCB

বিসিসিআই সচিব জয় শাহ ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় বিসিসিআই তার উৎসর্গে অটল রয়েছে। এটি এমন একটি বিন্যাস যা আমরা সবচেয়ে বেশি সম্মান করি। বর্ডার গাভাসকর ট্রফিকে পাঁচটি টেস্ট ম্যাচ পর্যন্ত প্রসারিত করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সহযোগিতা টেস্ট ক্রিকেটের গুরুত্ব প্রচারে আমাদের সম্মিলিত অঙ্গীকার প্রতিফলিত করে।’

এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে পার্থে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি মাইক বেয়ার্ড বলেছেন, ‘আমাদের দুই দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে আমরা খুবই সন্তুষ্ট যে বর্ডার গাভাসকর ট্রফি এখন পাঁচটি টেস্ট ম্যাচে করা হয়েছে।’

আরও পড়ুন… IPL 2024: জড়িয়ে ধরলেন রাসেলকে, রিঙকুর সঙ্গে কাটালেন দীর্ঘ সময়! দেখেছেন কি শাহরুখের এই বিশেষ মুহূর্ত

বর্ডার-গাভাসকর সিরিজের সূচি-

প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬: পার্থ স্টেডিয়াম, পার্থ

দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০: অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (দিন রাতের টেস্ট)

তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর: গাব্বা, ব্রিসবেন

চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০: MCG, মেলবোর্ন

পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি: SCG, সিডনি

আরও পড়ুন… IPL 2024: কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তা টপকে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত! কী হল তারপর দেখুন সেই ভিডিয়ো

ভারত বর্ডার-গাভাসকর ট্রফি দখল করেছে

গত চারটি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের দাপট দেখা গেছে। ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ান দল এটি জিততে ব্যর্থ হয়েছে। ২০১৬-১৭ ভারতে সিরিজ জেতার পর থেকে এই সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। ভারতীয় দল এটি ২০১৮ সালে এবং আবার ২০২০ সালে জিতেছিল। এমনকি ২০২২ সালে ভারতে খেলার সময় টিম ইন্ডিয়া এটি ২-১ জিতেছিল।

ওডিআই সিরিজ ভারতীয় মহিলা দলের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার মহিলা দল

প্রথম ওয়ানডে ডিসেম্বর ৫: অ্যালান বর্ডার ফিল্ড, ব্রিসবেন (দিন-রাত্রি)

দ্বিতীয় ওয়ানডে ডিসেম্বর ৮: অ্যালান বর্ডার ফিল্ড, ব্রিসবেন

তৃতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর: WACA গ্রাউন্ড, পার্থ (দিন-রাত্রি)

ক্রিকেট খবর

Latest News

'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…! ‘তৃণমূলের পা ধর, মমতার পা ধর, ১টা বডি লোপাট করে শান্তি হয়নি?’, রোষের মুখে পুলিশ বোলাররা রাজত্ব করবে নাকি রানের ঝড় উঠবে? কেমন হচ্ছে পিচ? কী বললেন তৌহিদ হৃদয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.