বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে বড় নাম হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। দুজনেই একা হাতে দলকে জিতিয়েছেন অজস্র ম্যাচ। শুধু একা হাতেই নয়, জুটি বেঁধেও বহুবার তারা দলকে পার করিয়েছে ফিনিশ লাইন। এছাড়াও দুজনের ঝুলিতে অর্ধশতরান ও শতরানের সংখ্যা অজস্র। সবমিলিয়ে দুই তারকা ক্রিকেটারকেই সর্বকালের সেরা ম্যাচ উইনার হিসেবে ধরে প্রাক্তন ক্রিকেটাররা।
তবে মাঝেমধ্যেই একটি প্রশ্ন ঘুরপাক খায় চারিদিকে যে অধিনায়ক হিসেবে কে সেরা। কিং কোহলি নাকি হিটম্যান? অনেকে বিরাটকে সেরা মনে করলেও আবার অনেকে দাবি করেন যে রোহিতের মত অধিনায়ক খুব কম এসেছে ভারতীয় ক্রিকেটে। সুতরাং দুজনেই যে অধিনায়ক হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তা বেশ ভালো করেই স্পষ্ট। কিন্তু এবার এই প্রশ্নের উত্তর দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন তারকা উইকেটরক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন। লিসনার পডকাস্টে তিনি নিজের গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
প্রথমেই বিরাট কোহলি প্রসঙ্গে ব্র্যাড হ্যাডিন বলেন, 'বেশ দারুণ একটা প্রশ্ন করা হয়েছে। প্রথমেই আসি বিরাট প্রসঙ্গে। ও যেভাবে নিজের দলকে বড় ম্যাচের জন্য প্রস্তুত করত সেটা সত্যিই প্রশংসার যোগ্য। কোহলি এমন একজন অধিনায়ক যে মনে করত যে দলকে ও সেই কাজ করতে দেবে না যা ও নিজে করে না। আপনারা ভালো করেই দেখেছেন যে ওর অধীনে কিভাবে দলের মানসিকতা পুরোপুরি পাল্টে গিয়েছে ও মাঠে নামলেই সকলের মনে একটা আলাদা আত্মবিশ্বাস জেগে উঠতো। যখন অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচ পরত ও কিন্তু তার থেকে সরে আসত না, বরং আরও দ্বিগুণ উৎসাহের সঙ্গে খেলত। বর্তমান ক্রিকেটকে ও অনেকটাই পাল্টে দিয়েছে। এই ক্ষেত্রে বিরাটের অবদান চরম।'
এরপর রোহিত প্রসঙ্গে মুখ খোলেন হ্যাডিন। তিনি বলেন, 'অন্যদিকে রোহিত শর্মাও একজন দুর্দান্ত অধিনায়ক এবং এটা নিয়ে কারোর কোনও সন্দেহ নেই। ও অনেক সাফল্য পেয়েছে আইপিএলে। রিকি পন্টিং ছেড়ে যাওয়ার পর থেকে ও দলকে নেতৃত্ব দিয়েছে টানা ১০ বছর। ওর নেতৃত্বে স্পষ্ট বোঝা যায় যে দলের সকল খেলোয়াড় ওর জন্যই খেলে। সত্যি কথা বলতে গেলে ওর মত অধিনায়ক শুধু দেশের মাটিতেই নয় উপমহাদেশের মাটিতেও ভালো। ওদের দুজনকে নিয়ে আমি আপাতত এটাই বলতে পারি।'