বাংলা নিউজ > ক্রিকেট > IPL vs PSL 2024: চলতি আইপিএলে ম্যাচ প্রতি গড়ে '১৮টি' ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা, ধারে-কাছে নেই পাকিস্তান সুপার লিগ

IPL vs PSL 2024: চলতি আইপিএলে ম্যাচ প্রতি গড়ে '১৮টি' ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা, ধারে-কাছে নেই পাকিস্তান সুপার লিগ

ছক্কার পরিসংখ্যানে আইপিএলের ধারেকাছে নেই পিএসএল। ছবি- এএফপি।

Indian Premier League vs Pakistan Super League: পাকিস্তান সুপার লিগে সব থেকে বেশি ছয় মারা ব্যাটারের তুলনায় রঞ্জি ট্রফিতে ইনিংস প্রতি বেশি ছক্কা মেরেছেন রিয়ান পরাগ। উইমেন্স প্রিমিয়র লিগে শেফালির ম্যাচ প্রতি ছক্কা হাঁকানোর রেকর্ডও সইমের থেকে ভালো।

জৌলুস থেকে ব্র্যান্ড ভ্যালুতে আইপিলের ধারেকাছে নেই বিশ্বের অন্য কোনও টি-২০ লিগ। বিশেষ করে পড়শি দেশ পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগ কোনও এককেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সঙ্গে টক্কর দিতে ব্যর্থ। বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের উপস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কেন ক্রিকেটপ্রেমীদের কাছে এত জনপ্রিয়, সেটা বিশেষ একটি পরিসংখ্যানেই বোঝা যায়।

টি-২০ ক্রিকেটে লোকে মাঠে আসেন অথবা টেলিভিশনের সামনে বসেন চার-ছক্কার ফুলঝুরি দেখার আশায়। চলতি আইপিএলে রীতিমতো ছক্কার বন্যা দেখা যাচ্ছে। এই নিরিখে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগের তুলনামূলক আলোচনা করলেই বোঝা যায় তফাৎটা।

ছক্কা হাঁকানোর নিরিখে আইপিএল বনাম পিএসএল:-

এবছর পাকিস্তান সুপার লিগে সাকুল্যে ছক্কা দেখা যায় ৩৮৭টি। চারটি প্লে-অফ মিলিয়ে পিএসএলে খেলা হয় মোট ৩৪টি ম্যাচ। সুতরাং, ম্যাচ প্রতি প্রায় ১১টি ছক্কা দেখা যায় এবছর পাকিস্তান সুপার লিগে।

সেদিক থেকে দেখলে এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের প্রথম ১৭টি ম্যাচে ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন ৩১২টি। অর্থাৎ, পিএসএলের তুলনায় অর্ধেক ম্যাচেই ছক্কার সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই আইপিএল। আইপিএলে ম্যাচ পিছু গড়ে ১৮টিরও বেশি ছক্কা দেখা গিয়েছে। সুতরাং, আইপিএল ২০২৪-এর ইনিংস প্রতি ছক্কা দেখা গিয়েছে ৯টি, যা প্রায় পিএসএলের একটি ম্যাচের সমান।

আরও পড়ুন:- ‘১০ উইকেট’ দীপ্তির, শেফালির লড়াই ব্যর্থ করে ফাইনালে পূর্বাঞ্চল, হরমনপ্রীতদের পাশাপশি ছিটকে গেল মন্ধনার দল

ছক্কা হাঁকানোর নিরিখে ডব্লিউপিএল বনাম পিএসএল:-

এবছর উইমেন্স প্রিমিয়র লিগের ২২টি ম্যাচে দেখা গিয়েছে ১৬৮টি ছক্কা। অর্থাৎ, ম্যাচ পিছু প্রায় ৮টি করে ছক্কা চোখে পড়েছে। পিএলের তুলনায় সংখ্যাটা খুব বেশি পিছিয়ে নেই। অর্থাৎ, ভারতের মেয়েদের টি-২০ লিগ এই নিরিখে পাকিস্তান সুপার লিগের সঙ্গে টক্কর দিচ্ছে বলা যায়।

আরও পড়ুন:- Mumbai Indians, IPL 2024: হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্সের মুশকিল আসান হয়ে ফিরছেন সূর্যকুমার

২০২৪ পিএসএল, আইপিএল, ডব্লিউপিএল ও রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কারা:-

পিএসএল ২০২৪: এবছর পাকিস্তান সুপার লিগের ১১টি ম্যাচে ব্যাট করে সইম আয়ুব সব থেকে বেশি ২১টি ছক্কা মেরেছেন।

আইপিএল ২০২৪: এবছর আইপিএলের মোটে ৩ ম্যাচে ব্যাট করে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৭টি ছক্কা মেরেছেন এনরিখ ক্লাসেন।

ডব্লিউপিএল ২০২৪: এবছর উইমেন্স প্রিমিয়র লিগের ৯ ম্যাচে ব্যাট করে সব থেকে বেশি ২০টি ছক্কা মারেন শেফালি বর্মা।

রঞ্জি ট্রফি ২০২৪: এবছর রঞ্জি ট্রফির ৬টি ইনিংসে ব্যাট করে রিয়ান পরাগ মারেন সব থেকে বেশি ২০টি ছক্কা।

আরও পড়ুন:- BAN vs SL: বাংলাদেশ নাকি প্র্যাক্টিস ম্যাচ খেলার মতো দল! সিরিজ জিতে চরম বিদ্রুপ শ্রীলঙ্কার, দেখুন কী কাণ্ড ঘটাল তারা

সুতরাং, পাকিস্তান সুপার লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তুলনায় রঞ্জি ট্রফিতে রিয়ান পরাগের ইনিংস প্রতি ছক্কা মারার হার বেশি। এমনকি উইমেন্স প্রিমিয়র লিগে শেফালি বর্মা ম্যাচ প্রতি গড়ে সইমের থেকে বেশি ছক্কা মারেন। আইপিএলে ক্লাসেনের ম্যাচ প্রতি ছক্কা হাঁকানোর পরিসংখ্যানে অবশ্য ধারকাছে আসেন না কেউ।

ক্রিকেট খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমারজেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.