চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ সিপিএলে অভিযান শেষ হয়ে গেল সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ফাফ ডু'প্লেসির। তাঁর কনুইয়ে গুরুতর চোট থাকার কারণেই সিপিএলের চলতি মরশুমের বাকি অংশে আর খেলতে দেখা যাবে না তাঁকে।মরশুম চলাকালীন ফাফ ডু'প্লেসির মতন একজন ক্রিকেটারকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা সেন্ট লুসিয়ার কাছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানানো হয়েছে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার কলিন মুনরোকে ,ফাফ ডু'প্লেসির পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে মরশুমের বাকি অংশের জন্য। ঘটনাচক্রে সিপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক কলিন মুনরো।পাশাপাশি জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজাকে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। মরশুমের বাকি অংশে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত এই মাসের গোড়াতেই সেন্ট লুসিয়া কিংসের হয়ে অভিষেক হয়েছিল রাজার।
ফাফ ডু'প্লেসির দীর্ঘদিন ধরে 'টেনিস এলবোর' সমস্যা ছিল। সেই সমস্যা মেটাতেই এবার তিনি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।অস্ত্রোপচার করার তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে ডু প্লেসি বলেছেন 'আমার জন্য চ্যালেঞ্জ ছিল এইধরনের গুরুতর চোট নিয়েও আমি দুই বছর খেলাটা চালিয়ে গিয়েছি। এই সময়ের মধ্যে আমাকে আমার কনুইতে ৮টি ইনঞ্জেকশন নিতে হয়েছে ব্যথা কমিয়ে খেলা চালিয়ে যেতে। আমার এই চোট এখন এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে এই চোট আমার শরীরের জন্য আর একেবারেই ভালো নয়। তাই অপারেশনই শেষ পন্থা। আমি অপারেশন করাতে চাইনি, কিন্তু ডাক্তারদের মতে এখন সময় হয়েছে,না হলে বেশি দেরি হয়ে যাবে।তাই অস্ত্রোপচারের জন্য আমাকে বিমান ধরতে হবে।'
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের পরই ডু প্লেসি জানিয়ে দিয়েছেন তাঁকে অস্ত্রোপচার করাতেই হচ্ছে।আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর তাঁকে রিহ্যাবে যেতে হবে।এই প্রক্রিয়া শেষে তাঁর মাঠে ফিরতে তিন মাসের মতো সময় লাগতে পারে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।নিজের ইন্সটাগ্রামে নিজেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডু'প্লেসি।
নাইট রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন ডু'প্লেসি। তাঁর এই ইনিংসে ভর করেই সেন্ট লুসিয়া ১৬৭ রান তুলতে সমর্থ হয়। দিনশেষে নাইটদের বিরুদ্ধে ৫৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন ডু'প্লেসিরা। প্রসঙ্গত এর আগে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ৩২ বলে ৪৬ রানের আরো একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছিলেন তিনি।