ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজেদের ঝুলিতে তুলে নিয়েছেন রোহিত শর্মারা। এই মুহূর্তে সিরিজের ফলাফল ৩-১। প্রথম টেস্টে আটকে যাওয়ার পর টানা তিনটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টে পাঁচ উইকেটে জেতে তারা। সৌজন্যে ধ্রুব জুরেলের দুর্দান্ত ব্যাটিং এবং দলের তারকা স্পিনার, তথা অলরাউন্ডার, রবিচন্দ্রন অশ্বিনের বিধ্বংসী বোলিং। সবমিলিয়ে, এই মুহূর্তে দলের সকল ক্রিকেটারের মনোবল তুঙ্গে।
৭ মার্চ শুরু হচ্ছে সিরিজের পঞ্চম, তথা অন্তিম টেস্ট। বাকি ম্যাচগুলির মতো এটাও টিম ইন্ডিয়ার দখলে যাবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি মন ছুয়ে নেওয়ার মতো পোস্ট করলেন ধ্রুব জুরেল। ব্যাট হাতে সাফল্যের পুরো কৃতিত্বই দিলেন নিজের মা-বাবাকে। ছবি দিয়ে ক্যাপশনে লেখা, 'আমার জীবনের আসল এমভিপি।'
ধ্রুব জুরেলের এমন একটি দুর্দান্ত পোস্ট ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি এবং দ্রুত তা ভাইরাল হয়ে যায়। এরপরই পড়তে শুরু করে বেশকিছু ভালো কমেন্ট। সকল ক্রিকেটপ্রেমীই প্রশংসা করেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটারের। অধিকাংশেরই বক্তব্য যে একটি ক্রিকেটারের সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান থাকে তাঁর বাবা ও মায়ের। এখানেই শেষ নয়, অনেকে এটাও দাবি করেন যে আগামী দিনে ধ্রুব জুরেল তাঁর মা-বাবার মুখ উজ্জ্বল করবে। এছাড়াও অনেকে অন্তিম টেস্টের জন্য আগাম শুভেচ্ছা দেন তাঁকে। সবমিলিয়ে, এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে সকল ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের।
প্রসঙ্গত, চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। শতরান করেন জো রুট এবং অর্ধশতরান করেন রবিনসন। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। সর্বোচ্চ ৯০ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জসওয়াল করেন ৭৩। এরপর ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার স্পিন বোলিংয়ের সামনে রীতিমতো মাথানত করে দেয় ইংল্যান্ড। ১৪৫ রানে অলআউট হয়ে যায় সকলে। পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ১৯২ রান তাড়া করা একেবারেই সহজ হয় না রোহিত শর্মাদের জন্য। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে হারাতে হয় পাঁচটি উইকেট। অর্ধশতরান করেন রোহিত শর্মা ও শুভমন গিল। ম্যাচের সেরা হন ধ্রুব জুরেল। এবার দেখার বিষয়, পঞ্চম টেস্টটিও জিততে পারে কিনা টিম ইন্ডিয়া।