আসছে নতুন বলিউড ফিল্ম ‘মা কালি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাইমা সেন, অভিষেক সিং। পুরোপুরি ভিন্ন ধরনের গল্পে দেখা যাবে রাইমা সেনকে। বলিউডের এই ছবির রয়েছে আরও একটি বাংলা-যোগ। এই ছবিতে সুরকার ও গায়ক হিসেবে কাজ করেছেন অনুরাগ হালদার। তাঁর সুরেই গান গেয়েছেন সোনু নিগম ও কৈলাশ খের।
কলকাতা শহরে জন্ম। মুম্বইয়ের একাধিক প্রজেক্টে কাজ করেছেন শিল্পী অনুরাগ হালদার। ‘মা কালী’তে রয়েছে তিনটি আলাদা ধরনের গান। প্রথম গান ‘ভারত মা’-তে গেয়েছেন কৈলাশ খের, দ্বিতীয় গান ‘ফাগুন হাওয়ায়’ গেয়েছেন সোনু নিগম ও অনুরাগ হালদার, তৃতীয় গান ‘সাইয়ান ভে’ গেয়েছেন অনুরাগ হালদার। তিনটি গানের মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বাংলার ছেলে অনুরাগ।
আরও পড়ুন: রণবীর, সানিয়ার সঙ্গে গল্পে মশগুল, ‘বন্ধু খুঁজছি’, কেন বললেন বাবিল
কাজের অভিজ্ঞতা নিয়ে মিউজিক ডিরেক্টর অনুরাগ হালদার জানান, ‘এই ছবিতে সোনু নিগম ও কৈলাশ খের স্যার এর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ছবির কনসেপ্টের সঙ্গে গানগুলো খুব মানানসই ভাবে তৈরি করা হয়েছে। আশা করছি দর্শকদের গানগুলো খুব ভালো লাগবে’।
আরও পড়ুন: সঙ্গীত শিবনের শেষকৃত্য: হাজির অনুপম খের, রিতেশ দেশমুখ, আর কারা এসেছিলেন
শিল্পী কৈলাশ খের জানান, ‘এই সিনেমায় অনুরাগ হালদারের তৈরি করা গানটা মানুষের মন ছুঁয়ে যাবে। দারুণ কম্পোজিশন, দারুন সুর। ছবির সঙ্গে এই গানটা খুব ভালো মানিয়েছে’।
শিল্পী সোনু নিগম জানান, ‘এই প্রথম কোনও সিনেমায় রবীন্দ্রসঙ্গীত গাইলান। এটা সম্ভব হয়েছে অনুরাগ হালদারের জন্য। পুরোপুরি আলাদা ভাবে উপস্থাপনা করা হয়েছে গানটা। অনুরাগ হালদার বাংলার আগামী দিনের সম্পদ’।
‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’-এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে রাইমার নতুন ছবি। খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে অভিনেত্রী রাইমা সেনের ছবি ‘মা কালী’।