শুভব্রত মুখার্জি:- চলতি এস এ২০ লিগের প্রথম কোয়ালিফায়ারে বাজেভাবে হেরে গিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। ফলে ফাইনালে যেতে গেলে তাদের এলিমিনেটরে জোহানেসবার্গ সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে হারাতেই হত। বৃহস্পতিবার এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর এই ম্যাচে বড় ব্যবধানে জিতে ফাইনালে চলে গেল ডারবান। বিরাট বড় ব্যবধানে এদিন জোহানেসবার্গকে পর্যুদস্ত করল তারা। পার্ল রয়্যালসকে হারিয়ে এলিমিনেটরে জায়গা পেয়েছিল জোহানেসবার্গ। তবে তাদের ফাইনালে যাওয়ার সব আশা এদিন চূর্ণ করে দিয়েছে ডারবান সুপার জায়ান্টস।
জোহানেসবার্গের ওয়ান্ডারারর্স স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয়েছিল দুই দল। নিজেদের লিগ পর্যায়ে মাত্র তিনটি ম্যাচ হেরেছিল তারা। পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে শেষ করে। এদিন প্রথমে ব্যাট করতে নামে ডারবান সুপার জায়ান্টস। তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলের রান যখন স্কোরবোর্ডে ৯৫ রান ততক্ষণে তারা হারিয়ে ফেলেছেন চারটি উইকেট। এদিন ডারবানের হয়ে অনবদ্য দুটি ইনিংস খেলেছেন হেনরিক ক্লাসেন এবং উইয়ান মুল্ডার। দুজনেই মারকাটারি ইনিংস খেলেছেন । মাত্র ৩০ বলে ৭৪ করেছেন ক্লাসেন। তাঁর ইনিংস এদিন সাজানো ছিল তিনটি চার এবং সাতটি ছয়ে।মুল্ডার মাত্র ২৩ বল খেলে করেছেন ৫০ রান। তিনি অবশ্য অপরাজিত থেকে যান। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২১১ রান করে ডারবান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই সমস্যাতে পরে জোহানেসবার্গ। তারা নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে। মাত্র ১৭.৪ ওভারেই ১৪২ রানে অল আউট হয়ে যায় জোহানেসবার্গ সুপার কিংস। দুরন্ত বোলিং করেছেন প্রোটিয়া পেসার জুনিয়র ডালা। তিনি ৩.৪ ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট। দিয়েছেন ৩৮ রান। এদিন জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে কোন ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন মইন আলি। এছাড়াও রিজা হেনড্রিক্স (২৭), ডোনোভান ফেরেইরা (২৪), ডাগ ব্রেসওয়েলরা (২৩) এদিন রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। আর সেই কারণেই এদিন ব্যাটিং ভরাডুবির সম্মুখীন হল জোহানেসবার্গ সুপার কিংস। ফলে ম্যাচে ৬৯ রানের বড় ব্যবধানে হারতে হল তাদের।