শুভব্রত মুখার্জি: শেষ কয়েক মাস বেশ ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দল। পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাবর আজমদের। এর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েও টেস্টে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তান দলকে। তবে তার আগেই ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের খারাপ পারফরম্যান্সের জেরে পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারিয়েছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। এখন তিনি ইংল্যান্ডের কাউন্টি দলের হেড কোচ হিসেবে যুক্ত হয়েছেন। ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন।
প্রসঙ্গত, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই গ্ল্যামরগনের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন গ্র্যান্ট। গত বছর অর্থাৎ ২০২৩ সালে সাকলিন মুস্তাক প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন। মুস্তাকের পরিবর্তে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্র্যাডবার্ন। এর পর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেছেন তিনি। গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তান দলে মিকি আর্থারের সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন ব্র্যাডবার্ন। এই সময়ে ডার্বিশায়ারের কোচের দায়িত্বে ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন।
গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দারুণ অধ্যায় শেষ করার সময় এখনই। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত।’ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্ল্যামরগনে প্রধান কোচ ম্যাথু মেনার্ড ও সাদা বলের সংস্করণে কোচ মার্ক অ্যালেইনের পরিবর্ত হিসেবে দায়িত্ব নেবেন ব্র্যাডবার্ন।
গত মরশুম শেষে লাল বলের সংস্করণে গ্ল্যামরগন কোচের দায়িত্ব ছেড়েছিলেন মেনার্ড। উল্লেখ্য গ্ল্যামরগন গত মরশুমে ভালো করতে পারেনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২ পর্যায়ে পঞ্চম হওয়ার পাশাপাশি সাদা বলের সংস্করণেও নকআউট পর্বে উঠতে পারেনি। ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে গ্ল্যামরগানের দায়িত্ব নেবেন গ্র্যান্ট। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আর এই সময়কালে দলের ভাগ্য পরিবর্তন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।