প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। স্বাভাবিক ভাবেই অজিদের থেকে এগিয়ে নামবেন সূর্যকুমার যাদবরা। যদিও এই ম্যাচে দুই শিবিরকে চিন্তায় রেখেছে সেখানকার আবহাওয়া। কারণ ম্যাচের আগেরদিন বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে জল জমে যায়। ফলে আজও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এখন এটাই দেখার বরুণ দেব সহায় করেন কিনা এই দুই দলের উপর। তবে ভারতও প্রস্তুতি ফের অজিদের রুখে দিতে। তবে টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ বেশ চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। কারণ গত ম্যাচে একেবারেই ভালো ফল করেননি ভারতীয় বোলাররা। অনেকটা বেশি রান দেন। আজ সম্ভবত একই ভুল করবেন না বোলাররা। সতর্ক টিম ম্যানেজমেন্টও।
অন্যদিকে অস্ট্রেলিয়াও ঘুরে দাঁড়াতে মরিয়া। ভালো খেলেও হারতে হয়েছে। ঘরের মাটিতে ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও গত ম্যাচে একটা সময় পর্যন্ত ভারতকে চাপেই রাখে তারা। ফলে এই ম্যাচেও একই ভাবে ভারতীয় ব্যাটার এবং বোলারদের চাপে রাখতে চাইবেন অজিরা। পালটা দিতে প্রস্তুতও থাকবে ভারত। ফলে একটা ভালো হাড্ডা হাড্ডি ম্যাচ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার অথবা ওভার কমার একটা সম্ভাবনা রয়েছে। ফলে তিরুবনন্তপুরমের আবহাওয়া বেশ চিন্তায় রেখেছে। যদি এই ম্যাচে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে ভালো ম্যাচ উপহার দিতে পারে দুই দল। এবার এক নজে দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি কোথায় এবং কখন হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে আজ অর্থাৎ ২৬ নভেম্বর।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাতটার সময়।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোথায় সম্প্রচারিত হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার হবে স্পোর্টস-১৮ চ্যানেলে।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনলাইনে ফ্রি-তে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। এছাড়া আপনারা ম্যাচের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখতে পারেন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।